পেয়ার তুনে কেয়া কিয়া বা স্প্লিটসভিলা খ্যাত অভিনেত্রী পালক যাদব সম্প্রতি বিপদের সম্মুখীন হয়েছিলেন। বলা ভালো দিনে ডাকাতির শিকার হন তিনি। দিল্লির মালব্য নগরের কাছে অটো করে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাঁর ফোন ছিনিয়ে নেয় এবং একই সঙ্গে তাঁকে আঘাত করে। গত ১২ জুলাই এই ঘটনাটি ঘটেছে। সপ্তাহ খানেক কেটে যাওয়ার পরও এখনও যেন আতঙ্ক কাটছে না অভিনেত্রীর। কী জানালেন তিনি?
কী জানালেন পালক?
পালক যাদব জানিয়েছেন দুই ব্যক্তি বাইকে করে এসে তাঁর ফোন ছিনিয়ে নেয় এবং তাঁর হাতেও আঘাত করে। অভিনেত্রী সেই ঘটনার কথা স্মরণ করে জানান, 'প্রায় এক সপ্তাহ হয়ে গেল সেই ঘটনার কিন্তু এখনও তাদের ধরা গেল না। পুলিশ পারেনি ওই লোকগুলোকে ধরতে। যখন ওরা আমার ফোন চুরি করে পালালো তখন আমি এক পুলিশের বাইকে উঠে ওদের ধরার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি।'
আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে টক্কর দিয়ে চিকনি চামেলির সুরে বরযাত্রী মাতিয়েছেন নীতা আম্বানি! নিমেষে ভাইরাল ভিডিয়ো
তিনি এদিন আরও জানান, 'আমার কখনই নিজেকে দিল্লিতে নিরাপদ বলে মনে হয়নি। ওটা আমার ভুল ছিল যে আমি রাত সাড়ে দশটা নাগাদ আমার এক বন্ধুর সঙ্গে অটোতে উঠেছিলাম। দিল্লির ম্যালব্য নগর এমনি ভালো জায়গা। মুম্বইয়ে থাকাকালীন আমি ভোর ৪টে নাগাদও অটোয় উঠেছি। কিন্তু কখনও এসব ফেস করিনি। আমি চণ্ডীগড়ের মেয়ে, ওখানে আমার বাড়ি, সেখানেও এসব দেখিনি কখনও। আশা করব ওরা দ্রুত ধরা পড়বে। আমায় বলা হয়েছে এই ঘটনায় নাকি অটো চালক যুক্ত ছিলেন। ওই এলাকায় সিসিটিভি পর্যন্ত নেই। তাই ওদের ধরা যাচ্ছে না।'
প্রসঙ্গত পালক যাদবকে স্প্লিটসভিলা ১৩ এর ফাইনালিস্ট হিসেবে দেখা গিয়েছিল। গত ২০২১ সালে তিনি মুম্বই থেকে ফের চণ্ডীগড় চলে এসেছেন।