ফের নতুন মোড় নিল পল্লবী দে-র রহস্য মৃত্যু মামলা। অভিনেত্রীর বান্ধবী বড় অভিযোগ আনলেন। প্রসঙ্গত, পল্লবী দে-র মৃত্যুতে থানায় অভিনেত্রীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী আর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের নামে অভিযোগ করেছে মৃতার পরিবার। সেই ভিত্তিতে গ্রেফতারও করা হয় সাগ্নিককে। আপাতত পুলিশের হেফাজতেই আছেন তিনি।
তবে ঐন্দ্রিলার আনা অভিযোগ চাঞ্চল্যকর। যেখানে তিনি দাবি করলেন মাস দুই আগে এক পার্টিতে তাঁকে যৌন হেনস্থা করার চেষ্টা করেন সাগ্নিক। এরপর থানায় অভিযোগ করবেন ঠিক করলে ঐন্দ্রিলার কাছে এসে হাতে-পায়ে ধরে ক্ষমা চান পল্লবী নিজে। প্রেমিকের হয়ে কথা বলেন তিনি। সঙ্গে নাকি বলেন, এতে তাঁর কেরিয়ারে খারাপ প্রভাব পড়বে। তাই সেইসময় আর পুলিশে যাননি বলেই দাবি করলেন ঐন্দ্রিলা। আরও পড়ুন: মেয়ের একাধিক প্রেমে নিয়ে মজা করত পল্লবীর মা! দিদি নম্বর ১-এর ভিডিও নিয়ে চর্চা
এদিকে ঐন্দ্রিলার নামে পুলিশে অভিযোগ করলেও তাঁকে এখনও জেরার জন্য ডাকেনি পুলিশ। ইতিমধ্যে জেরা করা হয়েছে পল্লবীর বন্ধু ভাবনা, বাড়ির পরিচারিকা, পল্লবীর ভাইকে। আরও পড়ুন: পল্লবী দে-র মৃত্যুর পর লাগাতার ট্রোলিং-এর শিকার,পুলিশি জেরার মুখে বান্ধবী ভাবনা
সাগ্নিকের বিরুদ্ধে খুনের পাশাপাশি আর্থিক প্রতারণার অভিযোগও তোলা হয়েছে প্রয়াত অভিনেত্রীর পরিবারের তরফে। সেই বিষয়ে বারবার জেরা করা হচ্ছে সাগ্নিককে। তাঁর খরচ কোথা থেকে আসত, গাড়ি-ফ্ল্যাট, দামি দামি গ্যাজেটস কীভাবে কিনতেন তা খতিয়ে দেখছে পুলিশ। সাগ্নিকের পাশাপাশি সাগ্নিকের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে।