বাংলা নিউজ > বায়োস্কোপ > শরীরচর্চার পাশাপাশি মনের চর্চাও জরুরি! পল্লবীর মৃত্যু প্রসঙ্গে যা বললেন বাবুল

শরীরচর্চার পাশাপাশি মনের চর্চাও জরুরি! পল্লবীর মৃত্যু প্রসঙ্গে যা বললেন বাবুল

পল্লবী দে-র মৃত্যু প্রসঙ্গে বাবুল সুপ্রিয়

পল্লবীর মৃত্যুর পর সমাজকে কাঠগড়ায় তুললেন বাবুল সুপ্রিয়!

বাংলা টেলি ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন পল্লবী দে। রবিবার সকালে আচমকা তাঁর মৃত্যুর খবরে স্তব্ধ গোটা টেলি ইন্ডাস্ট্রি। ঘনিষ্ঠদের মন্তব্য, ‘এমনটা করার মতো মেয়েই নয় পল্লবী’। মঙ্গলবার অভিনেত্রীর প্রেমিক তথা লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছেন পুলিশ। তাঁর আগে আটক করে টানা জেরা করা হয়েছিল সাগ্নিককে। 

বুধবার দুপুরে আলিপুর আদালতে পেশ করা হয় পল্লবী মৃত্যু মামলার মূল অভিযুক্ত সাগ্নিক-কে। আগামী ২৬শে মে পর্যন্ত সাগ্নিককে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তাঁকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। সাগ্নিকের বিরুদ্ধে সোমবারই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাবা-মা। সাগ্নিকের বিরুদ্ধে খুন, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আরও পড়ুন: টাকা বাঁচিয়ে বিয়ের গয়না! সেভিংস, ইনসিউরেন্স, স্টকেও বিনিয়োগ করতেন পল্লবী

পল্লবীর মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর সহকর্মী থেকে পরিবার এবং ঘনিষ্ঠরা। অভিনেত্রী মৃত্যু নিয়ে মুখ খুললেন গায়ক তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। গায়কের কথায়, ‘আমার মেয়ে টরেন্টো গেছে। সেখানে বিভিন্ন বড় বড় অভিনেতার শো দেখছে। ও গায়িকা হতে চায়। বলিউডে নেপটিজম বলা হয়। কোনও স্টারের ছেলেমেয়ে হলে একটা সুযোগ পেতে পারে। তারপরেও কিন্তু সহজে কিছু পাওয়া যায়না।’

বাবুলের কথায়, শরীরচর্চার পাশাপাশি এবার মনের চর্চা করা জরুরি। তাঁর কথায়, ‘চারিদিকে যা দেখছি তাতে শুধু জিমে গিয়ে মাসেল তৈরি করলে হবে না। মানসিক ভাবে মাথায় মাসেল তৈরি করতে হবে। সেটা না থাকলে কম্পিটিটিভ ফিল্ডে আসা উচিত না।’

অনেকেই পল্লবীর মৃত্যুর সঙ্গে ‘মানসিক অবসাদ’ শব্দটা জুড়েছেন। বাবুল বলেন, ‘মানসিক অবসাদেই যদি মৃত্যু হয়, তাহলে তাঁর আসেপাশে যারা রয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে জানতেন যে, পল্লবীর মানসিক অবসাদের মধ্যে রয়েছে। এই বিষয়ে আশেপাশের মানুষদের একটু সচেতন থাকা উচিত।’

 

হেল্পলাইন নম্বর: ওয়ালাইফ ফাউন্ডেশন - ৭৮৯৩০৭৮৯৩০

 

বন্ধ করুন