সারাক্ষণ প্রাণোচ্ছ্বল, ঠোঁটের কোণায় হাসিটা লেগেই রয়েছে- পল্লবী দে (Pallavi Dey)-কে যাঁরা এতটুকুও কাছ থেকে দেখেছেন তাঁদের কাছে এটাই প্রয়াত অভিনেত্রীর চেনা রূপ ছিল। দেখতে দেখতে প্রায় এক বছর হতে চলল পল্লবী আর নেই! গতকাল (বৃহস্পতিবার) ছিল পল্লবীর জন্মবার্ষিকী। বেঁচে থাকলে ২৬শে পা দিতেন পল্লবী। গত বছর ১৫ই মে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন ‘আমি সিরাজের বেগম’ খ্যাত অভিনেত্রী। সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পরিবার।
গত বছর ২৩শে ফেব্রুয়ারি প্রেমিকের সঙ্গে ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট করেছিলেন প্রয়াত অভিনেত্রী। উপহার হিসাবে পেয়েছিলেন আইফোনের লেটেস্ট মডেল। দু-বছর আগে জন্মদিনেই সেরেছিলেন আংটি বদল। পল্লবীর মৃত্যুর পর সেই প্রেমিক, সাগ্নিকের (চক্রবর্তী) দিকেই অভিযোগের আঙুল তুলেছিল পরিবার। পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিল পল্লবীর লিভ ইন পার্টনার। এখন জামিনে মুক্ত সে।
পল্লবীর জন্মবার্ষিকীতে খাঁ খাঁ করছে তাঁর রামরাজাতলার বাড়ি। মেয়ের স্মৃতি পড়ে রয়েছে, তবে মানুষটাই আর নেই! এদিন পল্লবীর বাড়িতে পৌঁছেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। প্রয়াত অভিনেত্রীর মায়ের সঙ্গে সময় কাটান সায়ক, আয়েন্দ্রী, আনন্দ চৌধুরীরা।
পল্লবীর ছবির সামনে সাজানো পছন্দের কাপ কেক আর পায়েসের বাটি। ছবিতে পরানো রয়েছে সোনার নেকপিস। ছবির চার ধার গোলাপি-সাদা বেলুন দিয়ে সাজিয়েছেন তাঁর মা। পল্লবীর পছন্দের চকলেট কেক নিয়ে এসেছিল ভাই, একসঙ্গে মিলে তা কেটেছে সকলে। ছবির সামনে তা রেখে পল্লবীকে স্মরণ করল তাঁরা। হিন্দুস্তান টাইমস বাংলাকে সায়ক জানালেন, ‘পল্লবী চলে যাওয়ার পর কোনওদিন ওর বাড়িতে যাওয়া হয়নি, কাকিমার কাছে যাওয়ার সাহসটাই হয়নি। তবে কাল আমরা যাওয়ায় কাকিমা খুব খুশি হয়েছেন। কাল না গেলে সত্যি ভুল করে ফেলতাম।…. অনেক কথা হল পল্লবীকে নিয়ে। কাকিমা আফসোস করছিল, আমার মেয়ে আমার জন্য সব রেখে গেছে। এগুলো কে নেবে বলতো?

পল্লবীর জন্মবার্ষিকীতে মা ও বন্ধুদের আয়োজন
আনন্দর কথায়, ‘সন্তান হারা মায়ের যন্ত্রণা কেউই লাঘব করতে পারে না। তবে আজ অন্তত ওঁনার মুখে একটু হাসি ফোটাতে পারলাম আমরা’। মিষ্টি হাসি আর অভিনয়ের গুণে মাত্র কয়েক বছরেই সবার মন জিতেছিলেন পল্লবী। ‘আমি সিরাজের বেগম’, ‘কুঞ্জছায়া’-র মতো সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করেছেন পল্লবী। ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকে কাজ করতে করতেই চরম সিদ্ধান্ত নেন অভিনেত্রী!
বৃহস্পতিবার দিনভর সোশ্যাল মিডিয়ায় পল্লবী স্মরণ করেছেন তাঁর সহকর্মী-বন্ধুরা। 'সরস্বতীর প্রেম' কো-স্টার অভিষেক বীর শর্মা লিখেছেন, 'পল্লবী, তোমার কোনও ধারণা নেই, প্রত্যেক মুহূর্তে তোমার কথা ঠিক কতটা মনে পড়ে আমাদের। তোমার অনুরাগী, শুভাকাঙ্খী, পরিবার ঠিক কতটা তোমায় আবার দেখতে চায়। প্রায় ১ বছর হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো। কিন্তু আমাদের মনে তোমার জায়গা কখনও কেউ নিতে পারেনি, পারবেও না। শুভ জন্মদিন পল্লবী। যাই হয়ে যাক.. তুমি আমার প্রথম নায়িকা। আশা করি তুমি যেখানেই আছো, আমাদের দেখে হাসছো আর আশীর্বাদ করছো। আমার হৃদয়ের একটা অংশে এখনও রোহিত আর তার সরস্বতী রয়ে গিয়েছে। চিরকাল থাকবে। শুভ জন্মদিন।'
পল্লবীকে খুন করেছেন লিভ ইন পার্টনার সাগ্নিক এমন অভিযোগ এনেছেন প্রয়াত অভিনেত্রীর বাবা। অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতারও হয় সাগ্নিক। তবে গত অক্টোবর মাসে চার্জশিটে গরফা পুলিশ জানায়, ‘আত্মহত্যাই করেছে পল্লবী, ফাউল প্লে-র প্রমাণ নেই’। পাশাপাশি পল্লবীর পরিবারের তরফে তোলা আর্থিক তছরুপেরও প্রমাণ মেলেনি। রাজারহাটের ফ্ল্যাটের অধিকাংশ টাকাই দিয়েছিল সাগ্নিক ও তাঁর পরিবার, তদন্তে নেমে জানতে পারে পুলিশ। পরবর্তীতে স্থানীয় আদালত সাগ্নিকের জামিন মঞ্জুর করে।