২০২২ সালের ব্লকবাস্টার হিট ‘কাশ্মীর ফাইলস’-এর পর ফের নতুন ছবি তৈরির কাজে উঠেপড়ে লেগেছেন বিবেক অগ্নিহোত্রী। কাজ চলছে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, নানা পাটেকর এবং বিবেকের স্ত্রী ও অভিনেত্রী পল্লবী জোশী। ১৭ জানুয়ারি সেটে চোট পান পল্লবী। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীকে ধাক্কা দেওয়ার পরে এটি ঘটে। বিবেক অগ্নিহোত্রীর এবার তাঁর স্ত্রীর হেলথ আপডেট শেয়ার করে নিলেন। জানালেন সেরে উঠতে সময় লাগবে তবে চোট নিয়েই শ্যুট করছেন পল্লবী।
অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিবেক অগ্নিহোত্রী ‘দ্য ভ্যাকসিন ওয়ার’এর সেটে পল্লবী জোশির একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘#পল্লবী জোশীর পক্ষ থেকে, আমি তার সমস্ত শুভানুধ্যায়ী এবং ভক্তদের দেখানো সব উদ্বেগের জন্য ধন্যবাদ জানাতে চাই। শুটিং করার সময়, একটি গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায়। হাড়টি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে কিন্তু আজ সে নিজের শট দেওয়ার জন্য সেটে ফিরেছে। শো মাস্ট গো অন (sic)।’
এই ঘটনাটি ঘটে যখন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পল্লবী জোশীকে হায়দ্রাবাদে ভ্যাকসিন ওয়ার সেটে ধাক্কা দেয়। সূত্র মতে, আঘাতটি গুরুতর প্রকৃতির ছিল না এবং পল্লবী তার শটটি শেষ করেন। এরপরে, তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে ডাক্তাররা তাঁর চিকিৎসা করেন। সঙ্গে জানান, চোট খুব গুরুতর নয়। পল্লবী যোশী সংবাদমাধ্যমে জানান, ‘আমি এখন অনেক ভালো আছি। ২-৩ দিনে পুরো ঠিক হয়ে যাব। আমার পায়ের ওপর দিয়ে গাড়ির টায়ার চলে গিয়েছে।’
ভ্যাকসিন যুদ্ধের পরিচালক বিবেক অগ্নিহোত্রীও ঘটনার পরে একটি টুইট করেছিলেন। তাতে লিখেছিলেন, ‘জীবন হল দ্রুত গতিতে ছুটে চলার একটা খেলা। এখানে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম, দুর্ঘটনাপ্রবণ রাস্তা, মদ্যপ চালক সবাই থাকবে। তার মধ্যে দিয়েই তোমায় নিজেকে বাঁচিয়ে নিয়ে চলতে হবে, কারণ তুমিই বারবার দুর্ঘটনার শিকার হও। যাঁরা সমস্ত দুর্ঘটনার পরও বেঁচে যান, উঠে দাঁড়ান এবং ফের ছুটতে শুরু করেন তাঁরাই ঠিক নিজের লক্ষ্যে পৌঁছতে পারে।’
বিবেক অগ্নিহোত্রী গত বছর ভ্যাকসিন ওয়ার সিনেমার ঘোষণা করেছিলেন। চলতি বছরের স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তি পাবে এই ছবি। মোট ১১টি ভাষায় মুক্তির কথা রয়েছে- হিন্দি, ইংরেজি, বাংলা, পাঞ্জাবি, ভোজপুরি, কন্নড়, তামিল, তেলেগু, মালয়ালম, গুজরাটি এবং মারাঠি। এই প্রথম কোনও ভারতীয় ছবির কাজ হবে এতগুলি ভাষায়। ছবির ঘোষণা করে সেইসময় বিবেক লিখেছিলেন, 'ঘোষণা: 'দ্য ভ্যাকসিন ওয়ার' উপস্থাপন করা হচ্ছে- এক অবিশ্বাস্য সত্যি ঘটনা, ভারত যুদ্ধ করেছে, যা হয়তো আপনার অজানা। বিজ্ঞান, সাহস এবং মহান ভারতীয় মূল্যবোধ দিয়ে জিতেছে। ২০১৩ সালে স্বাধীনতা দিবসের দিন ছবি মুক্তি পাবে, ১১টি ভাষায়। আমাদের আশীর্বাদ করুন। #দ্য ভ্যাকসিন ওয়ার।'