বাংলা নিউজ > বায়োস্কোপ > Rajdeep Gupta: মাতৃহারা পঞ্চমীর নায়ক, মায়ের সঙ্গে শেষ ভিডিয়ো পোস্ট রাজদীপের

Rajdeep Gupta: মাতৃহারা পঞ্চমীর নায়ক, মায়ের সঙ্গে শেষ ভিডিয়ো পোস্ট রাজদীপের

মাতৃহারা পঞ্চমীর নায়ক

Rajdeep Gupta: পঞ্চমী ধারাবাহিকের অভিনেতা রাজদীপ গুপ্তর মা মারা গেলেন। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে ভুগছিলেন। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পঞ্চমী সিরিয়াল খ্যাত অভিনেতা রাজদীপ গুপ্তর (Rajdeep Gupta) বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রাণের প্রিয় মানুষটিকে ক্যানসারের মারণ কেড়ে নিল। নিজেই রবিবার একটি ভিডিয়ো পোস্ট করে সেই কথা জানালেন। শনিবার সকালে অভিনেতার মা মারা যান। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। সার্জারি করা হয়েছিল। আগের তুলনায় ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছিলেন তিনি। কিন্তু আচমকা এই ঘটনা যেন সব কিছু ওলোট পালোট করে দেয়।

রাজদীপ রবিবার রাতে তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই খবর তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। স্বাভাবিকভাবে মাকে হারিয়ে ভীষণ ভেঙে পড়েছেন অভিনেতা। প্রচণ্ড রকম মানসিক আঘাত পেয়েছেন অভিনেতার বাবা।

মায়ের স্মৃতিতে ডুবে রয়েছেন অভিনেতা। রবি এবং সোমবার যাননি শ্যুটিংয়ে। আরও কিছুদিন পর থেকেই জানা গিয়েছে তিনি কাজে ফিরবেন।

রবিবার রাতে মায়ের সঙ্গে তোলা শেষ ভিডিয়ো পোস্ট করে। অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে অভিনেতা তাঁর মায়ের জন্মদিনের দিন কেক এনে কীভাবে তাঁকে খাইয়ে দিচ্ছেন। কীভাবে আনন্দে, মজায় কাটিয়েছিলেন সেই দিনটা। প্রসঙ্গত এই দিনের কিছু দিন আগেই তিনি প্রথম কেমো নিয়েছিলেন। সঙ্গে তাঁর ছোটবেলার একটি ছবিও শেয়ার করেন অভিনেতা। মায়ের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই যেন এখন স্মৃতি। আর তাতেই ডুবে আছেন তিনি।

প্রিয় অভিনেতার এই কঠিন সময়ে তাঁর পাশে আছেন তাঁর ভক্তরা। তাঁর ব্যথায় সমব্যথী তাঁরা সকলেই। অভিনেতা তবে মায়ের সঙ্গে ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'মায়ের সঙ্গে তোলা শেষ ভিডিয়ো।' সেখানে তাঁর মাকে একটি রাত পোশাকের উপর ওড়না পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে অভিনেতা একটি টিশার্ট এবং বক্সার পরে আছেন।

অভিনেতা সাহেব ভট্টাচার্য তাঁর এই পোস্টে কমেন্ট করেন 'অনেক আদর ভাই।' ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় লেখেন, 'ইশ্বর তোমায় শক্তি দিন।' আরেক ব্যক্তি লেখেন, 'তুমি ঠিক তোমার মায়ের মতো কিউট। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক।'

বন্ধ করুন