বাংলা নিউজ > বায়োস্কোপ > উইকএন্ডে ‘পঞ্চায়েত ৩’ দেখবেন ভাবছেন? দেখার আগে জেনে নিন কেমন হল

উইকএন্ডে ‘পঞ্চায়েত ৩’ দেখবেন ভাবছেন? দেখার আগে জেনে নিন কেমন হল

পঞ্চায়েত ৩ রিভিউ

চলতি মাসের ২৮ তারিখ আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত'-এর তৃতীয় সিজন। কেমন হল? পরিচালক দীপক কুমার মিশ্র কি প্রত্যাশা পূরণ করতে পারলেন দর্শকদের?

শহরের আরাম আয়েশ ছেড়ে কেবল অর্থ উপার্জনের আশায়, মনে একরাশ বিরক্ত নিয়ে ফুলেরা গ্রামে সচিব হয়ে এসেছিল অভিষেক ত্রিপাঠী। ঘনঘন লোডশেডিং, হ্যান্ড পাম্প, বরযাত্রী, লাউ আর গ্রামের প্রধানজি সব কিছুকেই শুরুতে অপছন্দ করা ছেলেটা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে ফুলেরার ঘরের ছেলে। বাঁধা পড়ে যায় প্রধানজি, প্রহ্লাদ এবং বিকাশের আন্তরিকতা ও সারল্যে। ধীরে ধীরে জড়িয়ে পড়তে থাকে গ্রামের উৎসব আনন্দ থেকে রোজকার বিবাদে। সঙ্গে ভালবেসে ফেলে গ্রাম প্রধানের মেয়ে রিঙ্কিকে। কিন্তু ঘটনাক্রমে সে রাজনীতির শিকার হয়। সচিবের হাতে আসে বদলির চিঠি, এখানেই শেষ হয়েছিল ‘পঞ্চায়েত সিজন ২’। তারপর প্রায় ২ বছরের অপেক্ষার শেষে চলতি মাসের ২৮ তারিখ আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত'-এর তৃতীয় সিজন। কেমন হল? পরিচালক দীপক কুমার মিশ্র কি প্রত্যাশা পূরণ করতে পারলেন দর্শকদের?

‘পঞ্চায়েত ৩’ -এর গল্প

গল্পের শুরু হচ্ছে সচিবজিকে দিয়েই। শহরের রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সে, তবে তা সুখটান নয়, অভিষেকের মুখে জমে একরাশ চিন্তা। ফুলেরা এখন তাঁর জীবনে অতীত, সামনে পড়ে উজ্বল ভবিষৎ। কিন্তু সে ফুলেরাকে ছাড়লেও ফুলেরা তাকে ছাড়েনি। আলগা সুতো মতো লেগে আছে রিঙ্কির চ্যাটবক্সে। তার থেকেই সেখানকার সব খবর পাচ্ছে নিয়মিত। অন্যদিকে, প্রহ্লাদের অবস্থা হয়ে পড়ে উদ্বেগজনক। পুত্রশোকে কাতর সে। সমাজ-সংসার থেকে বিছিন্ন একটা মানুষ। মঞ্জুদেবী থেকে বিকাশ তাঁকে সামলাতে ব্যস্ত। পাশাপাশি বিকাশ, প্রধানজিরা নতুন সচিবের জয়েনিং আটকাতে মরিয়া, কিন্তু বিধায়কের কূটনীতিতে তাঁরা ধরাশায়ী। তবে এর পরেই গল্প আসে নতুন মোড়, ঘটনাক্রমে বদলি আটকে যায় অভিষেকের। নতুন উদ্দ্যমে অভিষেকের বাইক এসে পড়ে ফুলেরার রাস্তায়। এ দৃশ্য যেন প্রথম সিজনে তার গ্রামে আসার সেই ছবি মনে করিয়ে দেয়। তবে শুধু এ দৃশ্যই নয়, সিজিন ৩-এর ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে প্রথম সিজনের নানা নস্টালজিয়া।

অভিষেকের ফুলেরায় ফেরার দৃশ্য
অভিষেকের ফুলেরায় ফেরার দৃশ্য

আরও পড়ুন: 'পঞ্চায়েত'-এর নির্মাতাদের সঙ্গে বিবাদ জিতেন্দ্রর? কী বললেন নায়ক

যাই হোক, অভিষেক গ্রামে আসার প্রায় পরপরই প্রধানজি ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে শুরু করে আসন্ন নির্বাচন। নানা লোকসভা নয়, পঞ্চায়েত নির্বাচন। আর তার জেরেই নিজের অজান্তে নানা ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে সে। আর তার সব গতিবিধির উপর নজর রেখে গ্রামে নতুন নতুন সমস্যা তৈরি করতে শুরু করে ভূষণ। শেষে নিজের উদ্দেশ্য সফল করতে সস্ত্রীক, দারস্থ হয় বিধায়কের। বিধায়কের অবশ্য ফুলেরা বা ফুলেরার মানুষের দিকে তাকানোর সময় নেই। কিন্তু, ভূষণের প্ররোচনায় আবার তার নজর গিয়ে পড়ে ফুলেরার উপর। আর তারপরই ঘটতে থাকে একের পর এক কাণ্ড। অন্যদিকে, এই সবের মাঝেই আবার রিঙ্কি ও সচিবজির প্রেমে অঙ্কুর চারাগাছের রূপ নেয়। কিন্তু তারপর কী হল? কোন খাতে বইল সচিবজি, মঞ্জুদেবী, রিঙ্কি, প্রধানজি, প্রহ্লাদ, বিকাশদের জীবন? সেটা নিয়েই ‘পঞ্চায়েত ৩’।

পর্দার অভিষেক ও রিঙ্কি
পর্দার অভিষেক ও রিঙ্কি

কার অভিনয় কেমন লাগল?

অভিনয়ের দিক থেকে জিতেন্দ্র কুমার অনবদ্য। শুরু থেকেই তিনি পুরনো ছন্দে একেবারে সাবলীল ভাবে ধরা দিয়েছেন। প্রধানজি এবং মঞ্জুদেবীর ভূমিকায় রঘুবীর যাদব এবং নীনা গুপ্তা অতুলনীয় তো বটেই, সঙ্গে তাঁদের নজরকাড়া সম্পর্কের রসায়ন। পাশাপাশি প্রশংসার দাবে রাখে ফয়জল খানের অভিনয়, প্রহ্লাদকে পর্দায় আরও জীবন্ত করে তুলেছেন তিনি। তাঁর অভিনয় আপনার চোখে জল আনতে বাধ্য।

আরও পড়ুন: কিশোর কুমারের বায়োপিকে কার্তিক? অনুরাগের নতুন ছবি নিয়ে ফাঁস বড় খবর

সঙ্গে নজর কেড়েছেন ভূষণ শর্মার ভূমিকায় দুর্গেশ সিংও। তাঁকে দেখলে রাগ হবে যতটা হাসিও ঠিক ততটাই পাবে। পাশাপাশি তাঁকে যোগ্য সঙ্গত করেছেন অশোক পাঠক ও সুনিতা রাজওয়ার। বিনোদ ও ক্রান্তি দেবী চরিত্রে বরাবরের মতোই সাবলীল তাঁরা। বিধায়কের চরিত্রে পঙ্কজ ঝা অতুলনীয়। অভিনেত্রী সানভিকাও রিঙ্কির চরিত্রটি অসাধারণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। আসলের সিরিজের সব কলাকুশলীর অভিনয় এতটাই মনগ্রাহী যে পর্দায় দেখে মনে হবে গল্প হলেই সবটা সত্যি।

ভূষণ শর্মা ও তার দল
ভূষণ শর্মা ও তার দল

ওভারঅল কেমন লাগল?

গল্পের মধ্যে এতটাই আকর্ষণ রয়েছে যে একবার দেখা শুরু করলে পুরোটা শেষ না করে উঠতেই ইচ্ছে করবে না। তবে তাতে বাড়াবাড়ির বাহুল্য ছিল না, সাদামাটা ছন্দেই এগিয়ে গিয়েছে একের পর এক পর্ব। কিন্তু মূল টুইস্ট রয়েছে কাহিনির একেবারে শেষে। এই জায়গার এসে আগের সেই সহজ ভাব হয়েছে কিছুটা গম্ভীর।

তবে ‘পঞ্চায়েত'-এর অন্য দুই সিজেনের মতো, ‘পঞ্চায়েত ৩’-ও ছিল ভরপুর আবেগে ঠাসা। সেদিক থেকে কোনও কার্পণ্য করেননি নির্মাতারা। সঙ্গে একই ভাবে পর্দায় ফুটে উঠেছে সহজসরল গ্রাম্য জীবনের চিত্র ও দুর্দান্ত কমেডি। তবে এই সিজনের বাড়তি পাওনা হল গ্রামীন রাজনীতি আর অ্যাকশন। পাশাপাশি উস্কে দেওয়া হয়েছে ভোটের আবেগকেও। তাছাড়াও তৈরি হয়েছে অনবদ্য সব মুহূর্তও। তবে সব কিছুর পরেও কোথাও যেন রোমাঞ্চের একটা খামতি রয়ে গিয়েছে। কিন্তু তাও সব শেষে বলা যায়, গল্প যেখানে শেষে হচ্ছে, তার বাঁক ঘুরলে কোথায় গিয়ে পৌঁছবে অভিষেকদের জীবন তা জানার জন্য আপনার মন উদগ্রীব হবেই। কিন্তু তার সন্ধান এখনই পাবেন না, এর জন্য আবার শুরু করতে হবে চতুর্থ সিজনের অপেক্ষা।

সিরিজ: পঞ্চায়েত ৩

পরিচালক: দীপক কুমার মিশ্র

অভিনয়ে: জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব এবং নীনা গুপ্তা

রেটিং: ৪.৫/৫

বায়োস্কোপ খবর

Latest News

ষটতিলা একাদশীতে করুন তিল দিয়ে এই কাজ, মা লক্ষ্মীর কৃপা বর্ষাবে, ফিরবে সুসময় জেনে নিন কীভাবে কমলার খোসা দিয়ে উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক পাবেন? সরকারি আবাসন থেকে উদ্ধার বিডিওর দেহ, ঘুমের মধ্যেই মৃত্যু হার্ট অ্যাটাকে সিপিএম - তৃণমূল জোটের ব্যাপক সাফল্য, নিজের গড়ে ধাক্কা খেলেন শুভেন্দু ‘আমার প্রমাণ করার কিছুই নেই, আমি সব ফর্ম্যাটেই…’ কাকে খোঁচা দিলেন অক্ষর প্যাটেল? বন্ধ নয়, নিয়মের আওতায় আনতে হাওড়ায় শুরু টোটোর রেজিস্ট্রেশন, চলবে ১৩৫টি রুটে দেশের পরিচ্ছন্ন শহর কোনটি? সাত বছর ধরে প্রতিবার ফার্স্ট ৮৩ কোটিতে বাড়ি বিক্রি করছেন অমিতাভ! জানেন এর কেনা দাম? এই বাড়িতে ভাড়া ছিল কৃতিও চাপে পড়লে কার সাহায্য নিতে পারেন ভাইস ক্যাপ্টেন শুভমন, বুঝিয়ে বললেন অশ্বিন পার্ক সার্কাস স্টেশনের পাশেই বিধ্বংসী আগুন, বিচ্ছিন্ন করা হল ওভারহেড তারের সংযোগ

IPL 2025 News in Bangla

‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.