জনপ্রিয় টিভি সিরিজ পঞ্চায়েতের কথা নিশ্চয়ই মনে আছে। পঞ্চায়েত সিরিজের অন্যতম একটি চরিত্র ছিল গণেশ। গণেশের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন সেই আসিফ খান অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা জেবার সাথে গাঁটছড়া বাঁধলেন।
পঞ্চায়েত সিরিজের প্রথম পর্বে অভিনয় করার পর ফের তৃতীয় পর্বে অভিনয় করতে দেখা যায় গণেশ ওরফে আসিফ খানকে। পর্দায় বিয়ে করতে হাজার বাধা এলেও ব্যক্তিগত জীবনে কিন্তু দীর্ঘদিনের প্রেমিকা জেবাকে বিয়ে করতে কোনও বাধার সম্মুখীন হতে হয়নি অভিনেতাকে।
আরও পড়ুন: ‘আমি তোমায় ভালোবাসি!’, নিজের জন্মদিনে কাকে প্রেম নিবেদন করলেন স্বস্তিকা?
গত ১০ ডিসেম্বর ২০২৪ বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরেছেন অভিনেতা। বিয়ের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা নিজেই। ক্যাপশনে লিখেছেন, কবুল হ্যায়। মুসলিম রীতি মেনে একে অপরকে নিজের করে নিলেন আসিফ এবং জেবা।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একে অপরের হাত ধরে আগামী দিনের শপথ নিচ্ছেন জেবা এবং আসিফ। দ্বিতীয় ছবিতে স্ত্রীর কপালে চুম্বন এঁকে দিতে দেখা যায় অভিনেতাকে। তৃতীয় ছবিতে দেখা যায় বিয়ের পর একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মেতে উঠেন অভিনেতা। দীর্ঘদিনের ভালবাসা পূর্ণ হওয়ার পর যে আনন্দ হয় তা বেশ বোঝাই যাচ্ছে অভিনেতাকে দেখে।
পঞ্চায়েত সিরিজে অভিনয় শুধু নয়, আসিফ নজর কেড়েছিলেন মির্জাপুর, পাগলাইট, টয়লেট: এক প্রেম কথায় অভিনয় করেছেন তিনি। পরী নামক হরর ফিল্মে অনুষ্কা শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। মজার ব্যাপার হল, অনুষ্কার সঙ্গে মাত্র ১.৫ সেকেন্ডের জন্য স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি, যে শুটিং করার সময় প্রথমবার এয়ারপডের নাম শুনেছিলেন আসিফ।
আরও পড়ুন: ডায়েট ভুলে বার্গার-ভাজাভুজিতেই জমলো ভুরিভোজ! কোথায় জীবনের 'সেরা দিন'টা কাটালেন বিরাট-অনুষ্কা?
প্রসঙ্গত, সাফল্য খুব সহজে আসেনি আসিফ খানের কাছে। বহুবার কাস্টিং এজেন্টের দ্বারা অপমানিত হতে হয়েছিল তাঁকে, আকর্ষণীয় চেহারা না থাকার কারণে বারবার বাতিল করে দেওয়া হত তাঁকে।
মুম্বইতে একের পর এক রিজেকশন পাওয়ার পর তিনি চলে যান জয়পুরে। সেখানে একের পর এক থিয়েটার করে দক্ষতা অর্জন করেন তিনি। জয়পুরে বছরখানেক থাকার পর ফের তিনি ফিরে আসেন মুম্বইতে।
জুনিয়র শিল্পী হিসেবে সলমান খানের রেডি, হৃত্বিক রোশনের অগ্নিপথ, অক্ষয় কুমারের টয়লেট: এক প্রেম কথায় জুনিয়র শিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন পঞ্চায়েত সিরিজ থেকে।