'সা রে গা মা পা'-র মঞ্চে শুরু থেকেই তাক লাগাচ্ছে খুদেরা। তাদের গায়কিতে মুগ্ধ বিচারক থেকে দর্শক, সকলেই। তবে বিচারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে শিশুশিল্পীদের জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী।
মূল প্রতিযোগীতা থেকে খুদে গায়ক-গায়িকাদের বাদ রাখার পরামর্শ দেন বর্ষীয়ান শিল্পী। তাঁর যুক্তি, এত অল্প বয়সেই শুধুমাত্র প্রতিযোগীতায় মনোনিবেশ করলে ক্ষতি হতে পারে শিশুদের। মঞ্চে তিনি বলেন, ‘স্কুলের পড়াশোনা এবং নানা চাপের মধ্যে দিয়ে ওদের বড় হতে হয়। আমার অভিজ্ঞতা থেকে মনে হয়, পড়াশোনা থেকে আলাদা করে ওদের এই প্রতিযোগিতায় রাখাটা আমাদের পক্ষে খুব একটা উপযুক্ত কাজ হবে না।'
জানানো হয়, এই অনুষ্ঠানের সঙ্গে সম্পূর্ণ ভাবে যুক্ত থাকবে খুদে শিল্পীরা। মাঝেমধ্যেই মঞ্চে এসে তারা গান শোনাবে। কিন্তু পণ্ডিত অজয় চক্রবর্তীর মতে, শিশুদের এখনই এই দৌড়ে সামিল করলে তাদের বেড়ে ওঠায় নানা বিরূপ প্রভাব পড়তে পারে। এ বিষয়ে তাদের মা-বাবাদের মতামত নেন তিনি। প্রত্যেকেই তাঁর সঙ্গে একমত।
অনুরাগীমহল যদিও এই সিদ্ধান্তের পর দু'ভাগে বিভক্ত। এক দল বলছে, শিশুদের মঙ্গলার্থে সঠিক পদক্ষেপ করা হয়েছে। অন্য দলের যুক্তি, বাছাই পর্ব শুরু হওয়ার আগেই এই দিকটি বিবেচনা করা উচিত ছিল।