বিহারের একটি ছোট্ট শহরে জন্মগ্রহণকারী পঙ্কজ ত্রিপাঠি আজ মুম্বইয়ের একজন খ্যাতনামা শিল্পী। গডফাদার না থাকলেও যে ইন্ডাস্ট্রিতে নিজের জোরে জায়গা করে নেওয়া যায়, তা প্রমাণ করে দিয়েছেন পঙ্কজ। পঙ্কজের ভক্ত সংখ্যা নেহাত কম না হলেও বলিউডের ভক্ত সংখ্যা যে দিনদিন কমে যাচ্ছে, তা নিয়ে ভীষণ চিন্তিত অভিনেতা।
সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাতকারে পঙ্কজ বলেন, ১৯৮০ দশকে যে সিনেমাগুলি তৈরি করা হতো, সেগুলির প্রতি মানুষের একটা আলাদাই আবেগ তৈরি হতো। ১৯৮০ এবং ১৯৯০ সাল এক কথায় বলিউডের জন্য ছিল স্বর্ণযুগ। দিন যত পাল্টেছে, মানুষের আবেগ তত কমেছে হিন্দি সিনেমার প্রতি।
আরও পড়ুন: একদিকে নিক্কির সঙ্গে ব্রেকআপ, অন্যদিকে রণবীরের প্রেমে পাগল রোহিনী, কে এই ভক্ত?
অভিনেতা বলেন, এখন আর সিনেমায় সেই ম্যাজিক খুঁজে পান না দর্শকরা। দর্শকরা যে অকৃত্রিম শিল্প দেখতে চাইছেন, তা হয়তো কোথাও না কোথাও তারা পাচ্ছেন না। এই না পাওয়া যত বাড়ছে, ততই বলিউডের প্রতি মানুষের ভালোবাসা কমে যাচ্ছে।
পঙ্কজ বলেন, হিন্দি সিনেমা যদি তার নিজের শিকড় থেকে দূরে চলে যায় তাহলে কী করে ভক্তরা সিনেমাকে ভালবাসবে? খলনায়ককে দেখে এখন আর মানুষ ভয় পায় না, ভূতের সিনেমা মানুষকে আর ভয় দেখাতে পারে না, সেই হাস্যরস এখন যেন কোথাও হারিয়ে গেছে।
আরও পড়ুন: জমাটি অ্যাকশনেও দুর্বল প্রথম ভাগ, শিউরে ওঠা সেকেন্ড হাফে তাক লাগালেন ভিকি! কেমন হল ছাবা?
মির্জাপুর অভিনেতা বলেন, সিনেমার মধ্যে এখন প্রচুর পরিমাণে আইটেম সং ঢুকে গেছে। আইটেম সং সবরকম সিনেমার জন্য উপযুক্ত হয় না, কিছু কিছু নির্দিষ্ট সিনেমার জন্য হয়। আগের মত গানেও সেই মধুরতা এখন আর নেই, সব মিলিয়ে বলিউডের প্রতি সেই আলাদা টান অনুভব করে না মানুষ।
প্রসঙ্গত, মির্জাপুর সিনেমার অসাধারণ সাফল্যের পর কালেন ভাইয়ার সমসাময়িক চরিত্রের অফার বহুবার পেয়েছেন পঙ্কজ। সফলতা থাকা সত্ত্বেও পঙ্কজ ওই একই চরিত্রে অভিনয় করতে রাজি নন। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে আরও বেশি সকলে সামনে মিলে ধরতে চান এই অভিনেতা।