পঙ্কজ ত্রিপাঠীকে এবার দেখা যেতে চলেছে এক বাঙালি পরিচালকের ছবিতে। অনিরুদ্ধ রায় চৌধুরী এই ছবির পরিচালনা করবেন। মুখ্য চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ। অনিরুদ্ধ রায় চৌধুরীর আগামী ছবিটির নাম ‘করক সিং’। এই ছবি পরিচালকের তৃতীয় হিন্দি ছবি হতে চলেছে। এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাকে দেখা যাবে জানেন? সেটাই হচ্ছে এই ছবির সব থেকে বড় চমক। আন্দাজ করতে পারলেন? এপার বাংলা, ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনেত্রীর এটি প্রথম হিন্দি ছবি হতে চলেছে। যদিও অভিনেত্রী এখনও এই বিষয়ে কিছু বলতে চাননি।
মাত্র কিছুদিন হল অনিরুদ্ধ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া থেকে ফিরেছেন। গোয়ায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। করক সিং ছবির ব্যবস্থাপনার দায়িত্বে যে সংস্থা রয়েছে কলকাতায় তাদের থেকে এই ছবির খুঁটিনাটি বিষয় জানা গেল। জয়া, পঙ্কজ ছাড়াও নাকি সঞ্জনা সাংভিকে এই ছবিতে দেখা যাবে। এর আগে ‘দিল বেচারা’ ছবিতে সঞ্জনার অভিনয় সকলের নজর কেড়েছিল। সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জনার এই ছবি ওটিটিতে মুক্তি পাওয়ার পর তা নিয়ে দারুন হইচই তৈরি হয়েছিল। এটা সুশান্তের শেষ ছবি।
তবে এই তিন অভিনেতা ছাড়াও নাকি বাংলার বেশ কিছু পরিচিত মুখকে অনিরুদ্ধ রায় চৌধুরীর আগামী হিন্দি ছবিতে দেখা যেতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে। তবে কারা সেটা এখনও প্রকাশ্যে আসেনি।
করক সিং ছবির মূল বিষয় বস্তু হচ্ছে আর্থিক কেলেঙ্কারি। জানা গিয়েছে কলকাতা এবং মুম্বই দুই জায়গাতেই এই ছবির শ্যুটিং হবে। আগে মুম্বইয়ে শ্যুটিং হবে বলে জানা গিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সেখানে শ্যুটিং শুরু হয়ে যাবে এই ছবির। এরপর কলকাতায় শ্যুটিং হবে। কলকাতায় ২০-২৫ দিনের টানা শ্যুটিং হবে। পঙ্কজ ত্রিপাঠী সহ সঞ্জনা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা আসছেন। তবে এই ছবির গল্প কোনও বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত কিনা সেটা জানা যায়নি।
বাংলার জামাই পঙ্কজ ত্রিপাঠী এই নিয়ে তৃতীয় বার কোনও বাঙালি পরিচালকের ছবিতে কাজ করতে চলেছেন। এর আগে তাঁকে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছিলেন, তারপরই তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল দ্য পিলভিট সাগা’ ছবিতে দেখা গিয়েছে। এখন পালা অনিরুদ্ধ রায় চৌধুরীর আগামী ছবি করক সিংয়ের।