১৪৪ বছর পর অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভ মেলায় ভারত তথা বিদেশ থেকে ভিড় জমাচ্ছেন কয়েক কোটি মানুষ। এই মেলায় একদিকে যেমন লাখ লাখ সাধারণ মানুষ ভিড় করছেন তেমন অন্যদিকে প্রধানমন্ত্রী থেকে নামিদামি তারকা, সকলেই আসছেন পুণ্যস্নান করার জন্য। এবার কুম্ভ মেলায় দেখা গেল পঙ্কজ ত্রিপাঠিকে।
পরিবারের সঙ্গে শুধু মেলা দর্শন নয়, ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করতে দেখা যায় অভিনেতাকে। শুধু তাই নয়, মেলায় সাক্ষাৎ হওয়া ছোট ছোট শিশুদের আবদারে তাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। কুম্ভমেলায় গিয়ে ঠিক কেমন অনুভূতি হল তাঁর?
আরও পড়ুন: গুরুতর অসুস্থ, ভূবনেশ্বর থেকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হল রচনার নায়ক উত্তম মোহান্তিকে
আরও পড়ুন: আসলের চেয়ে সুদ মিষ্টি!পরিবারের খুদে সদস্যের সঙ্গে সৌরভ-ডোনার আদুরে মুহূর্ত, আলাপ করুন বাটারের সাথে
ANI - কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, এখানে আবহাওয়া সত্যিই ভীষণ পবিত্র। সবটাই ভীষণ আধ্যাত্মিক। পবিত্র সঙ্গমে ডুব দিতে পেরে আমি ভীষণ খুশি। এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না।
শুধু পঙ্কজ নন, শুক্রবার নীনা গুপ্তাকেও দেখা গেছে মহাকুম্ভ মেলায় উপস্থিত থাকতে। ANI - কে অভিনেত্রী বলেন, আমি বিগত কয়েক বছর ধরে এখানে আসছি। এটা সত্যি অনন্য অভিজ্ঞতা। আজ আমি পুণ্য স্নান করলাম। নিজেকে ভীষণ শুদ্ধ লাগছে।
নীনা আরও বলেন, এখানকার পরিবেশ ভীষণ সুন্দর। জীবনে এত বড় সমাবেশ কোনওদিন দেখিনি। এত বড় আয়োজনের জন্য সরকারের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ।
গত শনিবার স্ত্রী পত্রলেখাকে নিয়ে কুম্ভ মেলায় গিয়েছিলেন অভিনেতা রাজকুমার রাও। ANI কে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার বলেন, এখানকার পরিবেশ ভীষণ পবিত্র। আমি এর আগে যখন আমার স্ত্রীকে নিয়ে কুম্ভে এসেছিলাম, তখন সেটার অভিজ্ঞতা আমার জীবনকে একেবারে বদলে দিয়েছিল।
আরও পড়ুন: ‘আমরা এই ব্যাপারে…’, তথাগতর সঙ্গে হয়নি ডিভোর্স, সৌম্যর সঙ্গে প্রেম করছেন দেবলীনা? এল জবাব
আরও পড়ুন: হাতে স্যালাইনের চ্যানেল, হাসপাতালে রুক্মিণী! কী হয়েছে? এল কাছের মানুষের বার্তা
অভিনেতা আরও জানান, আমরা ঋষিকেশে স্বামীজীর সঙ্গে দেখা করি। আমরা স্বামীজীর আশীর্বাদ নিয়েছি। পুণ্য স্নান করে দুর্দান্ত লাগছে। কী বিশাল আয়োজন করা হয়েছে তাদেরকে সত্যিই অদ্ভুত লাগছে। আমার শুভেচ্ছা রইল সবার জন্য।
মহাকুম্ভ মেলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।মেলায় এসেছিলেন আদিত্য যোগী, হেমা মালিনী, অনুপম খের, ভাগ্যশ্রী, সুরেশ রায়না, কুমার বিশ্বাস, রেমো ডিসুজা, মমতা কুলকার্নি, মিলিন সোমান সহ আরও অনেকে।