অটল বিহারী বাজপেয়ীর জন্মবর্ষিকী উপলক্ষে বড়দিনের দিন প্রকাশ্যে এল ‘ম্যায় অটল হু’ (Main Atal Hoon)-র ফার্স্ট লুক। ছবির পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রবি যাদব। ২০২৩-এর ডিসেম্বরে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অটলের লুকে সামনে এলেন পঙ্কজ ত্রিপাঠি। ধুতি-কুর্তা আর জ্যাকেট পরে আছেন। ভিডিয়ো ক্লিপে অটলকে পরিচিতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, কবি, স্টেন্টসম্যান আর জেন্টম্যান হিসেবে।
ইনস্টাগ্রামে এই ফার্স্ট লুক শেয়ার করে পঙ্কজ লিখলেন, ‘আমি জানি যে 'অটল জি'র ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তোলার জন্য আমার ব্যক্তিত্বের ওপর কাজ করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস আমি আমার নতুন ভূমিকার প্রতি সুবিচার করতে পারব।’ একটি ভিডিয়ো মন্তাজ শেয়ার করে লেখেন, ‘এই বিরল ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। আমি আবেগপূর্ণ এবং কৃতজ্ঞ।’
শনিবার রাতেও অটলের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা নিয়ে পোস্ট করেছিলেন পঙ্কজ। লেখেন, ‘একটু উত্তেজনা, ভয় এবং হৃদয়ে অনেক আন্তরিকতা নিয়ে আমি অটল চরিত্রে অভিনয় করতে চলেছি- ‘আমি অটল’। তার ভূমিকা পরদায় ফুটিয়ে তোলা কোনও পরীক্ষায় অংশ নেওয়ার চেয়ে কম নয়। তবে আমার সঙ্গে তাঁর আশীর্বাদ রয়েছে এটা আমার পূর্ণ বিশ্বাস।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দেন #MainAtalHoon।
পঙ্কজ একইসঙ্গে কাজ করছেন অনুরাগ বসুর ‘মেট্রো ইন ডাইনো’-তে। যাতে রয়েছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, আলি ফাজল, ফতিমা সানা শেখ। আপাতত এই সিনমেরা কাজই চলছে কলকাতায়।