গজল দুনিয়ায় যদি কারোর নাম সবার আগে উঠে আসে তিনি হলেন পঙ্কজ উদাস। ২০০৬ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল তাঁকে। ২০২৫ সালে তাঁকে পুরস্কৃত করা হলো মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে। এই আনন্দের দিনে বাবার কথা বারবার মনে পড়ছে মেয়ের, বাবার স্মরণে কী বললেন তিনি?
২০২৪ সালে ২৬ ফেব্রুয়ারি মারা যান পঙ্কজ উদাস। জীবদ্দশায় একাধিক পুরস্কারে পুরস্কৃত হলেও পদ্মশ্রী পুরস্কার তিনি পেলেন মৃত্যুর পর। এই ঘটনাটিকে একটি তিক্ত মিষ্টি অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন শিল্পীর বড় মেয়ে নয়াব উদাস।
আরও পড়ুন: মহম্মদ সিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আশা ভোঁসলের নাতনি? জনাইয়ের জন্মদিনের ছবি ঘিরে শুরু জল্পনা
নয়াব বলেন, আমরা ভীষণ আনন্দিত এবং আবেগপ্রবণ। ভারত সরকারের কাছে ভীষণ কৃতজ্ঞ আমি। আমি কৃতজ্ঞ যে বাবাকে শুধু সংগীতের জন্য নয়, থ্যালাসেমিয়া এবং ক্যানসার নিরাময়ের জন্য বাবা যে মানুষের পাশে দাঁড়াতেন সেই উপলক্ষ করেও বাবাকে পুরস্কৃত করা হচ্ছে। তবে এই সুখের দিনে বারবার বাবাকে মনে পড়ছে।
নয়াব বলেন, খবরটা শোনার পরেই আমি,আমার মা এবং ছোট বোন ভীষণ কেঁদেছি। ২৬ জানুয়ারি আমার বাবার মৃত্যুর ১১ মাস পূর্ণ হবে। বারবার মনে হচ্ছে, বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে কত খুশি হতেন। সত্যি আমরা এখনও মেনে নিতে পারছি না যে বাবা আমাদের সঙ্গে নেই। বাবা সব সময় এই পুরস্কারটি পাওয়ার স্বপ্ন দেখতেন, আমরাও ভাবতাম বাবা যখনই পুরস্কারটি পাবেন তখন আমরা বাবাকে কী বলব। সবকিছুই হলো কিন্তু শুধু বাবাই নেই।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবস কাটাতে চান মুভি দেখে? HT বাংলায় রইল কিছু দেশাত্মবোধক ছবির হদিশ
আরও পড়ুন: অক্ষয়ের দাপটে একঘরে কঙ্গনার ছবি! দুদিনেই ৩০ কোটি টপকে গেল স্কাইফোর্স, কী হাল ইমারজেন্সির?
প্রসঙ্গত, পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় শিল্পকলা, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান এবং প্রকৌশল, বাণিজ্য এবং শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা এবং সিভিল সার্ভিস সহ একাধিক ক্ষেত্রে। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ঘোষণা করা হয়। ২০২৫ সালে এই পুরস্কারে সম্মানিত হবেন অরিজিৎ সিং, মমতা শংকর, শেখর কাপুর, অজিত কুমার সহ একাধিক নামি দামি ব্যক্তিত্বরা।