বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ছত্রাক’-এ অভিনয়ের পর সমালোচনার ঝড়! নগ্ন দৃশ্যে আবার অভিনয়? কী বলছেন পাওলি

‘ছত্রাক’-এ অভিনয়ের পর সমালোচনার ঝড়! নগ্ন দৃশ্যে আবার অভিনয়? কী বলছেন পাওলি

পাওলি দাম (ছবি ইনস্টাগ্রাম)

নগ্ন দৃশ্যে কী আবার অভিনয় করতে দেখা যাবে পাওলিকে? মুখ খুললেন নায়িকা।

বাংলা সিনেমার ইতিহাসে, বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়াসুন্দরের দ্বিভাষিক ছবি ‘মাশরুম’-এ (ইংরেজি) পুরোপুরি বিবস্ত্র হয়ে দীর্ঘ চার মিনিটে একটি শয্যা-দৃশ্যে অভিনয় করেছেন। ছবিটির বাংলা নাম ‘ছত্রাক’। বিছানায় নগ্ন এই দৃশ্যের শ্যুটিংয়ের সময় নায়িকা পাওলি আপত্তি করেননি, বরং তিনি যুক্তি দেখিয়েছেন।

ভারতীয় সিনেমায় বাঙালি নারীর ছক ভেঙে অনায়াসে নিজের শরীরকে ক্যামেরার সামনে মেলে ধরেছেন পাওলি দাম। ‘ছত্রাক’-এ অভিনয় করার সময়ে সেই চরিত্রটি তিনি আর অন্যান্য চরিত্রের মতোই দেখেছিলেন। সে ভাবেই চরিত্রের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। ছবিতে পাওলির নিরাবরণ হয়ে অভিনয় করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল টলিউড ইন্ডাস্ট্রিতে।

ছবিতে সহ-অভিনেতা অনুব্রতর সঙ্গে প্রায় চার মিনিট ওরাল সেক্সে অংশ নিতে দেখা গিয়েছে পাওলিকে। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পাওলি জানিয়েছেন, ছোট থেকে পাশ্চাত্যের ছবি দেখতে দেখতে পর্দায় নগ্নতা দেখা বা দে‌খানো নিয়ে কোনও প্রকার নাক সিঁটকানো ছিল না তাঁর কাছে। ‘ছত্রাক’-এর একটি অন্তরঙ্গ দৃশ্য মুক্তি পাওয়ার পরে তাঁর নগ্ন হওয়া নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া শুনে কিছুটা অবাক হয়েছিলেন পাওলি।

এ বিষয় অভিনেত্রী বলেন, তিনি কখনও ভাবতেই পারেননি দর্শক ছবিটি নিয়ে নয়, শুধুমাত্র তাঁর নগ্ন হওয়া নিয়ে কথা বলবেন! পাওলির কথায়, ইন্ডাস্ট্রিতে নবাগত হওয়ায়, পুরো বিষয়টা বুঝে উঠতে পারেননি তিনি। তবে অভিনেত্রী মনে করেন, সবই তাঁর উপরি পাওনা। তাঁর কাছে হারানোর কিছু নেই। নিজে কোনওদিনও অভিনেত্রী হবেন, তা ভাবতেই পারেননি তিনি।

ভবিষ্যতে নগ্ন দৃশ্যে আবারও অভিনয় করতে হলে? এ বিষয় পাওলির জানিয়েছেন, ‘যদি বুঝি, সেই চরিত্রটি জন্য আমার মন, আত্মা এবং শরীর একই জায়গায় এসে মিলেছে, তবে অবশ্যই করব।’ নিজেকে নিজের কাছে এবং ওই চরিত্রের কাছে আগাগোরাই সমর্পণ করে দেন অভিনেত্রী। সাফ জানিয়েছেন, 'যদি সে রকম চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, যেখানে এই সব কিছু ঘটবে, তা হলে নগ্নতা নিয়ে কোনও অসুবিধা নেই।’

 

বন্ধ করুন