আরজি করের এই নারকীয় ঘটনার প্রতিবাদে সরব গোটা বাংলা। বারংবার বিচার চেয়ে পথে নামছে সাধারণ মানুষ। বাদ যাননি তারকারাও। এদিন আর্টিস্ট ফোরামের তরফে একটি সমাবেশ করা হয়। সেখানে যোগ দিয়ে এই ঘটনার প্রতিবাদে কী জানালেন পাওলি দাম?
আরও পড়ুন: কফি উইথ করণের বিতর্ক আমূল পাল্টে দিয়েছে কেএল রাহুলের জীবন! কেন বললেন, 'ভীষণ ভয় পেয়েছিলাম কারণ...'
আরজি কর কাণ্ড নিয়ে কী বললেন পাওলি?
পাওলি দাম এদিন টলিউডের আর্টিস্ট ফোরামের প্রতিবাদী সমাবেশ যোগ দিয়ে সাংবাদিকদের জানান, 'বিচার পাব কিনা জানি না। তবে আমাদের পক্ষে যতটা সম্ভব প্রতিবাদ করব। কারণ আজ এই ২০২৪ সালে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার আশু প্রয়োজন। তাই রোদ, ঝড়, জল, বৃষ্টি সব উপেক্ষা করেই পথে নামছি আমরা।'
পাওলি এদিন আরও বলেন, 'তবে কেবল কাজের ক্ষেত্রে নয়। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা চাই। বাড়ি থেকেই এই নিরাপত্তা শুরু হবে। রাস্তায় নিরাপত্তা চাই। কাজ করতে গিয়ে যেন শান্তিতে কাজ করতে পারি। সেখানেও নিরাপত্তা চাই। আমার প্রিয় শহরে, কলকাতার বুকে এমন একটা জঘন্য ঘটনা ঘটেছে, এটা ভাবতেই পারছি না। এদিকে আমরা নিজেদের শিক্ষিত বলে জাহির করি। আর সেখানেই কিনা এমন ঘটনা! কঠিন আইনের খুব দরকার।'
আরও পড়ুন: সিকান্দর ছবির হাঁড়ির খবর ফাঁস! ১০ হাজার পিস্তল দিয়ে গুলি ছুঁড়বেন 'জোড়া' সলমন! থাকছে আর কোন চমক?
আরও পড়ুন: কল্কিতে প্রভাসকে 'জোকার' লেগেছে! বেফাঁস মন্তব্য করে ট্রোল্ড হওয়ার ভয়ে এ কী কাণ্ড ঘটালেন আরশাদ!
এদিন আর্টিস্ট ফোরামের এই সমাবেশে দেব, রূপা গঙ্গোপাধ্যায়, প্রমুখকে যোগ দিতে দেখা যায়। তাঁরা দুজন পাশাপাশি বসে অনেকক্ষণ এই বিষয়ে আলোচনাও করেন। টলিউডের আরও একাধিক নামী মুখকেও দেখা যায় এই সমাবেশে। প্রসঙ্গত ইতিমধ্যেই টলিউডের তরফে একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছিল। টেকনিশিয়ান স্টুডিও থেকে আরজি কত হাসপাতালের উদ্দেশ্যে নিজেদের দাবি নিয়ে পৌঁছেছিলেন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, টেকনিশিয়ানরা। আলাদা ভাবে পথে নেমেছেন নাট্যকর্মী, ছোট পর্দার অভিনেতা, অভিনেত্রীরাও।