পাওলি দাম আবারও OTT মাধ্যমে ফিরতে চলেছেন। এবার তাঁকে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজে। আর সেখানেই তবে সঙ্গী হবেন সৌরভ চক্রবর্তীকে। হ্যাঁ, পরিচালনার বদলে এবার তাঁকে আবারও পর্দায় দেখা যাবে। গল্পে উঠে আসবে গার্হস্থ্য হিংসার ঘটনা।
আরও পড়ুন: শপিং নয়, অশৌচ পালনের ডাক... তবুও পুজো কালেকশনের বিজ্ঞাপনে সোহিনী! অভিনেত্রীকে কটাক্ষ TMC সমর্থকের
আরও পড়ুন: হাসপাতালে নামের ফলক নিয়ে দেবের নিন্দা কুণালের, 'উনি অপপ্রচার চালাচ্ছেন' পাল্টা জবাব অভিনেতার
পাওলি দামের নতুন সিরিজ
আরজি কর কাণ্ডের পর গোটা বাংলা যেভাবে না নারী নির্যাতন, নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছেন সেই আবহের মধ্যেই আসতে চলেছে হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ কাবেরী। আর এখানে উঠে আসবে গার্হস্থ্য হিংসার ছবি। মুখ্য ভূমিকায় ধরা দেবেন পাওলি দাম। তাঁর বিপরীতে দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে। এই প্রথমবার তাঁরা জুটি বাঁধবেন।
এই সিরিজে মূলত একজন মহিলা কীভাবে গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন এবং সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে সেটা তুলে ধরা হবে। পাওলির চরিত্রের একাধিক শেড দেখানো হবে। যেমন প্রথমে তাঁর শান্ত, চুপচাপ রূপ দেখা হবে। পরে সে কীভাবে প্রতিবাদী হয়ে ঘুরে দাঁড়ায় সেটা দেখানো হবে।
পাওলি দাম এই সিরিজ প্রসঙ্গে জানিয়েছেন, 'কাবেরী কেবল একটা চরিত্র নয়। সেটা তার থেকে অনেক বেশি। আমি নিজে এই চরিত্রটাকে গভীর ভাবে উপভোগ করেছি।'
আরও পড়ুন: আলো নিভিয়ে আরজি করের নির্যাতিতার বিচার চেয়েছেন কলকাতার ৪৪ লাখ মানুষ! হিসেব দিলেন সৃজিত - শোভন
আরও পড়ুন: টিভির গণ্ডি পেরিয়ে OTT -তে এবার মহিষাসুরমর্দিনী! দুর্গা রাজনন্দিনী পালের সঙ্গে থাকছে আর কোন চমক?
তবে খালি কাবেরী নয়, হইচইয়ের তরফে আরও একটি সিরিজের ঘোষণা করেছে। হইচইতে এবার মহিষাসুরমর্দিনী আসছে। মুখ্য ভূমিকায় থাকবেন রাজনন্দিনী পাল। মহালয়ার দিন রেডিয়োর পাশাপাশি টিভিতেও নানা প্রভাতী অনুষ্ঠান চলে। দেখানো হয় দেবী দুর্গার নানা অজানা গল্প। এবার সেটা আসছে OTT মাধ্যমে। পরিচালনায় সায়ন্তন মুখোপাধ্যায়। জানা গিয়েছে সৃষ্টি এবং বিবর্তনের মধ্য দিয়ে নারী শক্তিকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। আগামী ২ অক্টোবর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে মহিষাসুরমর্দিনী। দেবী দুর্গা হয়ে ধরা দেবেন রাজনন্দিনী পাল। তবে অন্যান্য ভূমিকায় আর কারা থাকবেন এখনও জানা যায়নি।