বাংলা নিউজ > বায়োস্কোপ > ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর ফুরফুরে মেজাজে নেটিজেনদের চুমু ছুঁড়লেন পাওলি!

ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর ফুরফুরে মেজাজে নেটিজেনদের চুমু ছুঁড়লেন পাওলি!

পাওলি দাম (ছবি ইনস্টাগ্রাম)

কালো শাড়িতে পাওলির এই লুক ঘুম উড়িয়েছে নেটিজেনদের।

সৌন্দর্য আর প্রতিভার সংমিশ্রণ অভিনেত্রী পাওলি দাম। নেটমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী। ফিনফিনে কাপড়ের প্রিন্টেড কালো শাড়ি, হাতকাটা ব্লাউজ, সঙ্গে কালো ফ্রেমের চশমা সম্প্রতি নিজের একটি ফটোশ্যুটের ছবি এবং ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করেন পাওলি। টলিপাড়ার অন্যতম ফ্য়শনিস্তা অভিনেত্রী হিসেবে পরিচিত তিনি। অনিস্ক্রিন হোক কিংবা রেড কার্পেট পাওলির যে কোনও লুক থাকে চর্চায়।

সম্প্রতি অভিনেত্রী তাঁর ফটোশ্যুটের একটি ভিডিয়ো শেয়ার করেন। ক্যাপশনে জানিয়েছেন, ‘জনপ্রিয়তার চাহিদায়’। ভিডিয়োতে অভিনেত্রীকে দেখে মনে হচ্ছে, ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর সঙ্গে বহন করছেন একগুচ্ছ কনফিডেন্স। আউফিটে ফুটে উঠেছে তাঁর ফুরফুরে মেজাজের প্রতিচ্ছবি। দেখুন সেই ভিডিয়ো-

অভিনেত্রী হবেন, তা কখনও ভাবতেনই না পাওলি। তবে অভিনয়ের মাধ্যমেই বছরের পর বছর দর্শকদের কাছে প্রচুর ভালবাসা পেয়েছেন তিনি। শুধু মাত্র সফল ব্যানারেই কাজ করেননি পাওলি, বরং নবাগত সৃষ্টিশীল পরিচালকদের সঙ্গেও ছোট ছবিতে কাজ করেছেন। পর্দায় কঠিন চরিত্রে অনায়াসেই নিজেকে মেলে ধরতে পারদর্শী পাওলি। তিনি ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক হিট ছবি করে অন্যতম সর্বাধিক চাহিদাসম্পন্ন বাঙালি অভিনেত্রী হিসেবে পরিচিত।

ওটিটিতে ছবি ছাড়াও পাওলির আসন্ন ছবির তালিকায় রয়েছে ‘খেলাঘর’। ছবিতে আরও রয়েছেন দেব এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল চট্টোপাধ্যায়। অগস্ট অথবা সেপ্টেম্বরে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

 

 

বন্ধ করুন