রণবীর-আলিয়ার বিয়ে এখন মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সংবাদমাধ্যমের! হ্যাঁ, রালিয়া কবে বিয়ে করছে সেই প্রশ্নের জবাব জানতে গোটা দেশ, তাই যে কোনও অনুষ্ঠানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হলে বিয়ে প্রসঙ্গের মুখোমুখি হতেই হবে রণবীর, আলিয়াকে। তবে শুধু এই তারকা জুটি নন, তাঁদের পরিবারের সদস্যরাও ছাড় পাচ্ছেন না। সম্প্রতি এক প্রমোশ্যানাল ইভেন্টে যোগ দিয়েছিলেন নীতু কাপুর। ভ্যানিটি ভ্যান থেকে হেঁটে স্টুডিও-তে প্রবেশের আগেই রণবীরের মা-কে ঘিরে ধরেন ছবি শিকারিরা। আর তাঁদের মুখে সেই একই প্রশ্ন!
হাঁটতে হাঁটতেই এক চিত্র সাংবাদিক নীতুর সামনে প্রশ্ন রাখেন, ‘ম্যাডামজি, বউমা কবে ঘরে আসছে?’ প্রশ্ন শুনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান ঋষি-পত্নী। পরে পুরো বিষয়টা বুঝতে পেরে হেসে উঠেন, এবং চোখ ও ভ্রু উপরের দিকে করে বুঝিয়ে দেন পুরো বিষয়টাই ভগবানের হাতে।
গত কয়েক বছর ধরেই প্রেমের বাঁধনে আবদ্ধ রণবীর-আলিয়া। ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু এই প্রেম কাহিনি। বছর খানিক লোকচক্ষুর আড়ালে থেকে প্রেম করেছেন এই জুটি। ২০১৮ সালে অভিনেত্রী সোনম কাপুরের রিসেপশন পার্টিতে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনায় জল ঢালেন তাঁরা। সম্পর্ককে সবার সামনে নিয়ে আসেন। ২০২০ সালে রাজীব মসান্দকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, করোনা কাঁটা না হলে ওই বছরই বিয়ে করার পরিকল্পনা ছিল তাঁদের।
সম্প্রতি বিয়ে প্রসঙ্গে এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে রণবীর বলেছেন, 'আমাকে কি কোনও পাগল কুকুরে কামড়িয়েছে যে আলিয়াকে কবে বিয়ে করছি সেই তারিখ ঘোষণা করে দেব আগে থেকে? এটুকু বলছি, আলিয়া এবং আমার দু'জনেরই ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব ছাদনাতলায় বসা।' তা এই 'দ্রুত' মানে ঠিক কতটা তাড়াতাড়ি? সে প্রশ্নের জবাব অবশ্য ফাঁস করেননি রণবীর।
শীঘ্রই অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রোজেক্ট ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে ‘রালিয়া’ জুটিকে। এই ছবির সুবাদেই প্রথমবার বড় পর্দায় এই রিয়েল লাইফ জুটিকে দেখবে দর্শক। বারবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে ৯ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়রা।