একরাজ্যের বাসিন্দাদের অন্যরাজ্যের গিয়ে কটাক্ষের, বৈষম্যের মুখোমুখি হওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি মুম্বইয়ে এসে এমনই বৈষম্যের মুখে পড়লেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। অতি সম্প্রতি 'বেবি জন' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন কীর্তি। আল্লু অর্জুনের 'পুষ্পা' ঝড়ের মাঝে পড়ে বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশের 'বেবি জন' অবশ্য বক্স অফিসে অনেকটাই মুষড়ে পড়েছে। তবে তারও মাঝে চর্চায় উঠে আসছেন বরুণের নতুন নায়িকা। কিন্তু একী! মুম্বই-এ পা রেখে কীর্তিকে এটা কী বলে ডেকে বসলেন পাপারাৎজি।
ঠিক কী ঘটেছে?
শুক্রবার রাতে মুম্বইয়ে এক রেস্তোরাঁর বাইরে পাপারাৎজির মুখোমুখি হল বরুণ ধাওয়ানের নতুন নায়িকা। ছবি তোলার সময় এক ফটোশিকারি তাঁকে ‘কৃতি, কৃতি’ বলে ডেকে বসেন। আরও একজন নজর কাড়তে অভিনেত্রীকে 'ধোসা' বলে ডেকে বসেন। তবে একেবারেই চটে না গিয়ে শান্ত স্বরে ওই ফটোশিকারিকে নিজের নামের উচ্চারণ শেখান দক্ষিণী অভিনেত্রী। বলেন, ‘কৃতি নেহি কীর্তি। (আমার নাম কৃতি নেহি কীর্তি)’। ফের বলেন, ‘আর হ্য়াঁ, আমি সত্যিই ধোসা ভালোবাসি।’
আরও পড়ুন-সলমনের সঙ্গেও তেড়ে ফুঁড়ে কথা! ফের পাল্টিও খেয়ে যান, কশিসের ‘স্পর্ধা’য় কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন-'পরম্পরা' পরিচালক রমেশ গুপ্তা প্রয়াত, কী বলছেন প্রযোজক মণীশ গোস্বামী?
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে গত ১২ ডিসেম্বর ব্যবসায়ী প্রেমিক অ্যান্টনির সঙ্গে দক্ষিণী রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছেন কীর্তি সুরেশ। তামিল ব্রাহ্মাণ এবং ক্রিশ্চান, দুই রীতি মেনেই বিয়ের হয় তাঁদের। আর বিয়ের পরপরই বলিউডে ডেবিউ করেছেন তিনি। যদিও ছবির শ্যুটিং করেছিলেন বহু আগেই। কীর্তির ছবি বক্স অফিসে তেমন সাড়া না ফেলতে পারলেও বরুণের নতুন নায়িকাকে কিন্তু দর্শকদের বেশ পছন্দ হয়েছে।