স্ত্রীকে নিয়ে আম্বানির বিয়ের ভেন্যুতে আসা জসপ্রীত বুমরাহকে দেখে পাপারাজ্জিদের 'বুম, বুম, বুমরাহ' স্লোগান দেওয়ার একটি ভিডিও হাসিয়েছে নেট-নাগরিকদের। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া সেই ফুটেজে, জসপ্রীত বুমরাহকে মেরুন রঙের পোশাক পরতে দেখা গিয়েছে। অন্য দিকে, সঞ্জনা গণেশন পরেছিলেন একটি টকটকে হলুদ লেহেঙ্গা।
জসপ্রীত বুমরাহ বিখ্যাত ক্রীড়া উপস্থাপক সঞ্জনা গণেশনকে বিয়ে করেছেন ২০২১ সালে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে।
আরও পড়ুন: মার্চেন্ট পরিবারের এই মেয়ের গয়না পরে বিয়ে করে রাধিকা, কোটিপতি মহিলার পরিচয় জানেন
জসপ্রীত বুমরাহ সঞ্জনা গণেশনের হাত ধরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং পাপারাৎজিরা তাঁকে দেখেই চিৎকার করে বলতে শুরু করেন, ‘বুম বুম বুমরাহ’। মিষ্টি হাসি দেন দম্পতি। ভিডিয়োর বাকি অংশে দেখা যাচ্ছে তাঁরা ছবির জন্য পোজ দিচ্ছেন।
বুমরাহ-র ভিডিয়ো ছাড়াও, পোস্টটিতে ক্রিকেট ও চলচ্চিত্র জগতের লোকজনের বিয়েতে যোগ দিতে আসার অন্যান্য দৃশ্যও রয়েছে।
জসপ্রীত বুমরাহকে জসপ্রীত বুমরাহর ভিডিওটি দেখুন এখানে:
৫ জুলাই অনন্ত ও রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে আম্বানি পরিবারের পক্ষ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেট দলকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। নীতা আম্বানি ক্যাপ্টেন রোহিত শর্মা, সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের মঞ্চে ডেকেছিলেন। কথা বলতে বলতে আবেগে কেঁদে ফেলেন নীতা আম্বানি। তিনি তাঁর বক্তব্যে যোগ করেছিলেন যে, এই জয়টি তার কাছে ‘ব্যক্তিগত’ মনে হচ্ছে কারণ বিজয়ী দলের তিন সদস্য তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, মুম্বাই ইন্ডিয়ান্সেরও অংশ।
আরও পড়ুন: ময়ূরপঙ্খীতে চড়ে মণ্ডপে এল রাধিকা, অনন্তকে নিয়ে এল দুই কাছের মানুষ, কারা তাঁরা?
মুকেশ আম্বানি ‘ভারতকে গর্বিত করার জন্য’ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও স্মরণ করেন যে, কীভাবে দলের সাম্প্রতিক জয় তাকে ২০১১ সালে সর্বশেষ ভারতীয় বিশ্বকাপ জয়ের অনুভূতিতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল।
আরও পড়ুন: কে বেশি সুন্দরী! শুভশ্রীর মতো জামা পরল সৌমিতৃষা, দেখে কী প্রতিক্রিয়া রাজ-পত্নীর?
১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট সাত পাকে বাঁধা পড়েন। উদযাপন এখনও শেষ হয়নি, আজ ১৩ জুলাই শনিবার আম্বানিরা শুভ আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করবে। রবিবার, ১৪ জুলাই মঙ্গল উৎসব অনুষ্ঠিত হবে।
অনন্ত আম্বানির বিয়ের দিনে তোলা জসপ্রীত বুমরাহ এবং সঞ্জনা গণেশনের এই ভাইরাল ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কী?