চলে গেলেন পাপিয়া সারোয়ার। মৃত্যুকালে বাংলাদেশি গায়িকার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে ভুগছিলেন। এদিন অবশেষে সমস্ত লড়াই থামিয়ে তিনি পাড়ি দিলেন সুরলোকে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্বামী।
না ফেরার দেশে পাপিয়া সারোয়ার
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দিলেন পাপিয়া সারোয়ার। এদিন বাংলাদেশের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ তো বটেই, বাংলার অন্যতম জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন পাপিয়া সারোয়ার। ওপার বাংলায় তিনি একুশে পদক পেয়েছিলেন।
পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম ওপার বাংলার প্রথম আলো সংবাদমাধ্যমকে গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি এদিন একই সঙ্গে জানিয়েছেন আগামী শুক্রবার অর্থাৎ ১৩ ডিসেম্বর শেষকৃত্য সম্পন্ন হবে পাপিয়া সারোয়ারের। জুম্মার নামাজের পর জানাজা হবে তাঁর। তারপর বনানী কবরস্থানে রাখা হবে তাঁর মরদেহ। বৃহস্পতিবার তাঁর মরদেহ রাখা থাকবে বারডেমের হিমঘরে।
পাপিয়া সারোয়ার বিগত কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন। অবশেষে সেই লড়াই থামল। তবে জানা গিয়েছে ঢাকার বসুন্ধরা এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষে তাঁকে ভর্তি করানো হয়েছিল তেজগাঁওয়ের একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে পাপিয়া সারোয়ারের বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর স্বামী এবং ২ সন্তান বর্তমান আছেন। পাপিয়ার দুই মেয়েই আমেরিকায় থাকেন। বড় মেয়ে নিউ জার্সির কলেজ অব নিউ জার্সিতে অধ্যাপিকা। অন্যদিকে ছোট মেয়ে কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী।
আরও পড়ুন: কল্কি ২৮৯৮ এডি থেকে হীরামান্ডি: ২০২৪ -এর IMDB -এর সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা - সিরিজ কোনগুলো?
পাপিয়া সারোয়ারের জীবন প্রসঙ্গে
পাপিয়া সারোয়ার শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছেন। তিনি রবীন্দ্রসঙ্গীতের উপর ডিগ্রি অর্জন করেন। তবে তার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন।