বাংলা নিউজ > বায়োস্কোপ > Sabash Feluda: ফেলুদার হাতে মোবাইল কেন? ট্রোলের জবাবে কী বললেন পরমব্রত-অরিন্দম

Sabash Feluda: ফেলুদার হাতে মোবাইল কেন? ট্রোলের জবাবে কী বললেন পরমব্রত-অরিন্দম

ফেলুদার হাতে ফোন দেখে চটলেন ভক্তরা, জবাবে পরম অরিন্দম কী বললেন

Sabash Feluda: ফেলুদার হাতে চারমিনারের বদলে স্মার্টফোন! ফেলু ভক্তদের মোটেই পছন্দ হয়নি বিষয়টা। অরিন্দম শীল পরিচালিত সিরিজ সাবাশ ফেলুদা দেখে এমনিতেই বেজায় খাপ্পা হয়েছেন দর্শকরা, তার মধ্যে আবার স্মার্টফোনের ব্যবহার! কী প্রতিক্রিয়া জানালেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং অরিন্দম শীল।

ফেলু মিত্তির কেবল আর বইয়ের পাতার চরিত্র নন, তিনি এখন বাঙালির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছেন। সত্যজিৎ রায় (Satyajit Ray) নির্মিত এই চরিত্র নিয়ে যেমন বহু ছবি সিরিজ হয়েছে তেমনই ফেলুদাকে নিয়ে কোনও রকম ভুল ভ্রান্তি দেখলে রেয়াত করেনি বাঙালি। এই তো এবারও অরিন্দম শীল পরিচালিত সাবাশ ফেলুদা মুক্তি পাওয়ার পর থেকে কম জলঘোলা, কম ট্রোল, মিম হয়েছে! তার মধ্যে আবার ফেলুদার হাতে চারমিনারের বদলে স্মার্টফোন ধরিয়ে দিয়েছেন পরিচালক। সবটা দেখেশুনে বেজায় চটেছেন দর্শকরা। এবার তাঁরই প্রতিক্রিয়া জানালেন পরিচালক।

সময়ের সঙ্গে, সময়ের দাবি মেনেই ফেলুদার চরিত্রে এবং গল্পে বেশ কিছু আধুকিকরণ করেছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। সত্যজিৎ রায় যেমন দরকারে চিত্রনাট্যে কিছু বদল এনেছিলেন তিনিও তেমন কিছু বদল ঘটিয়েছেন এই গল্পে। কিন্তু এই সিরিজ বানাতে গিয়ে কি তাঁকে কোনও চাপের মুখে পড়তে হয়েছে? টিভি৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক বলেন, 'বাড়তি চাপ একটা তো থাকেই। বাঙালির ইমোশনকে যেমন আমি অসম্মান করি না, তেমনই সত্যজিৎ রায়ের ভাবনাকেও অসম্মান করি না। এই দুটো জিনিস মেনে চলি সবসময়।'

তিনি ফেলুদার গল্প এবং চরিত্রে বেশ কিছু বদল আনার প্রসঙ্গে বলেন, 'গল্পের খাতিরে কিছু কিছু নতুন জিনিস আমরা সংযোজন করেছি। সত্যজিৎ রায় তো নিজেই নষ্টনীড় থেকে চারুলতা করেছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি পছন্দ হয়নি। তবে যখন একজন পরিচালক ছবি বানাচ্ছেন তাঁর কাছে একটি সিনেমাটিক লাইসেন্স থাকে।'

ওটিটি মাধ্যমের জন্য কাজ করার অভিজ্ঞতা কেমন? সেই প্রসঙ্গে অরিন্দম জানান এটা যেন অনেকটা সাড়ে তিন ঘণ্টার একটা ছবি বানানো। ফলে সেটার জন্য দর্শকদের একটু সহনশীল হতে হবে বলে মনে করেন তিনি।

আর স্মার্টফোন? এই বিষয়ে উত্তরটা খোদ ফেলুদা থুড়ি পরমব্রত (Parambrata Chatterjee) দিলেন। অভিনেতা এই প্রসঙ্গে বলেন, 'ফেলুদার হাতে যদি স্মার্টফোন না দেওয়া হয় তাহলে পিরিয়ড পিস হিসেবে ছবি বানাতে হবে। এই যুগে দাঁড়িয়ে সত্য উদঘাটনের একাধিক পথ আছে। ইন্টারনেটে মোবাইল ব্যবহার হবে না তাতে? আমরা ঠিকই করে নিয়েছিলাম যে গল্পের আমরা আধুনিকীকরণ করব।'

প্রসঙ্গত জি ফাইভে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই সিরিজ। ফেলুদার চরিত্রে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তোপসে হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। সঙ্গে এই সিরিজে রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তীকেও দেখা যাচ্ছে।

বন্ধ করুন