টলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। সদ্যই একটি অনুষ্ঠানে তাঁর যুগলবন্দি মুগ্ধ করেছে দর্শকদের। এদিকে দেখতে দেখতে আবার বিয়ের বছরও ঘুরতে চলেছে। কেমন কাটল, কতটা বদল এল তাঁদের জীবনে? দাম্পত্য জীবন নিয়ে অকপট পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী।
বিবাহবার্ষিকীর আগে একে অন্যকে নিয়ে কী জানালেন পরমব্রত এবং পিয়া?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরমব্রত চট্টোপাধ্যায় জানান, ' বিয়ে বিষয়টা বেশ ভালোই। আমি যখন ব্যাচেলর ছিলাম তখনও বাড়িকেন্দ্রিক ছিলাম। কিন্তু কোথাও একটা শৃংখলার অভাব ছিল। এখন সন্ধ্যার পর আর বাইরে থাকি না। পিয়া জোর করে না, কিন্তু আমারই বাইরে থাকতে ইচ্ছে করে না। আসলে নানা কাজে এত স্ট্রেসড থাকি, সেটা একটা সঙ্গী থাকলে অনেকটা ম্যানেজ করা অনেকটা সহজ হয়ে যায়।'
বিয়ের পর স্বাধীন জীবনকে মোটেই মিস করেন না বলে জানিয়ে দেন অভিনেতা। তাঁর কথায়, 'অনেক স্বাধীনতা পেয়েছি। আর দরকার নেই। বরং এই জীবনটা পাইনি। এটা উপভোগ করতে চাই।'
এত প্রাক্তন, একাধিক সম্পর্ক, কিন্তু পিয়ার কী দেখে মুগ্ধ হন পরমব্রত? এই বিষয়ে অভিনেতার সাফ কথা, 'আমাদের ভাবনার জগৎ, ভালো লাগা, মন্দ লাগা মেলে। দেশ, কাল, সমাজ নিয়ে পিয়ার একটা স্পষ্ট ভাবনা আছে। আবার একটা ভীষণ ঘরোয়া মেয়েও আছে ওর মধ্যে। এটাই ভালো লাগে আমার।'
অন্যদিকে পিয়াও জানান এই এক বছরে তাঁর কোনও অভিযোগই নেই বেটার হাফের বিরুদ্ধে। কাজের বাইরে বাকি সময়টুকু তিনি পান। জানান তাঁদের একসঙ্গে থাকাটাকেও গুরুত্ব দেন অভিনেতা। তবে একটা বিশেষ বার্তা অবশ্যই দেন পরমের উদ্দেশ্যে। বলেন, 'হাজব্যান্ড হয়ে প্রেনজেকে বৈশিষ্ট্যগুলো যেন না চলে যায়।'
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের গল্প থেকে ছবি! মানসমুকুলের আগামী ছবিতে মুখ্য ভূমিকায় মিঠুন, নায়িকার চরিত্রে কে?
আরও পড়ুন: সফর শুরুর আগেই মিত্তির বাড়িতে হানা প্রসেনজিতের! আদৃত পারিজাতকে দিলেন কোন টিপস?
সামনেই তাঁদের বিবাহবার্ষিকী। কিন্তু এদিকে অভিনেতার হাত ভর্তি কাজ। তবুও ব্যস্ততার মধ্যে তাঁরা একদিনের জন্য কোথাও স্টেকেশনে যাবেন বলেই জানান।