বাঙালি মানেই ক্রিকেট ভক্ত। তাই ব্যস্ততা যতই থাক সুযোগ পেলে ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়ার টেস্ট ম্যাচ দেখবার লোভ সামলানো বড় মুশকিল। পরমব্রত চট্টোপাধ্যায় আপতত রয়েছেন রানির দেশে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর পরিচালক এই মুহূর্তে ইংল্যান্ডে পৌঁছেছেন এই ছবির স্ক্রিনিং-এর জন্য।
আর কাজ হাতে নিয়ে ইংল্যান্ডে গিয়েই এক ঢিলে দুই পাখি মারলেন পরম। রথ দেখা আর কলাবেচা দুটোই সেরে ফেললেন। বার্মিংহামের এজবাস্টনে চলছে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট। সেই টেস্টের প্রথমদিন মাঠে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটালেন এই টলি তারকা। ঋষভ পন্তের ১৪৬ রানের দাপুটে ইনিংস দেখে মুগ্ধ পরমব্রত। প্রশংসায় ভরিয়ে দিলেন পন্তকে। টিম ইন্ডিয়ার মারকুটে উইকেটকিপার-ব্যাটম্যানের শতরানের মুহূর্তটি ফ্রেমবন্দি করে শেয়ার করেছেন অভিনেতা।
অন্যদিকে পন্তের বিধ্বংসী ব্যাটিং-এ ইংরেজ ভক্তদের মুষড়ে পরা হালও মুঠোফোনে বন্দি করেছেন পরমব্রত।
শুধু অভিযান নয়, আরও একটা সারপ্রাইজ রয়েছে পরমব্রতর লন্ডননিবাসী ভক্তদের জন্য। রবিবার বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রদর্শিত হবে ‘অভিযান’। অন্যদিকে লন্ডন ইন্ডিয়ান ফিল্মফেস্টিভ্যালে শনিবার ‘ঘরে ফেরার গান’ প্রদর্শিত হবে। অরিত্র সেনের এই ছবিতে পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন ইশা সাহা ও গৌরব চট্টোপাধ্যায়।