আগামী মাসে মুক্তি পেতে চলেছে সত্যি বলে সত্যি কিছু নেই। এক রুকা হুয়া ফয়সলা সিনেমা এবং নাটকের উপর ভিত্তি করে সৃজিত মুখোপাধ্যায় তাঁর এই নতুন ছবিটি বানিয়েছেন। আছেন টলিউডের প্রথম সারির ১২ জন তুখোড় অভিনেতা। আর সেই ছবির প্রথম ঝলক মুক্তি পেল এদিন।
সত্যি বলে সত্যি কিছু নেই ছবির ঝলক
২৩ ডিসেম্বর মুক্তি পেল সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটির টিজার। সেখানেই দেখা গেল কখনও বাগানে, কখনও সমুদ্রের তীরে তো কখনও আবার মাঝ রাস্তায় বসে একটি খুনের কেসের সমাধান করতে দেখা যাচ্ছে ১২ জনকে। সেখানে একটি জায়গায় সম্ভাব্য খুনিকে নিয়ে ১২ জন জুরির মধ্যে ভোটাভুটি হয়। এগারো জন পক্ষে রায় দিলে, একজন বিপক্ষে যান। তারপর? সেটা তো ছবিতেই দেখা যাবে।
তবে প্রথম ঝলকে সবাইকে ছাপিয়ে গেলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর অঙ্গভঙ্গি, এক্সপ্রেশন নজর কাড়া। এক রুকা হুয়া ফয়সলা ছবির অনুপ্রেরণায় বানানো এই ছবিটিতে বাকি এগারো জনের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায়কে। এই বারোজন মিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, রাজনৈতিক আদর্শ, সেক্স্যুয়াল ওরিয়েন্টেশনের মানুষের প্রতিনিধিত্ব করবেন।
সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে। ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গীত অ্যারেঞ্জ করেছেন অমিত চট্টোপাধ্যায় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন শুভদীপ গুহ।
আরও পড়ুন: দেবের ছবির ভুলচুক চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও কেন বললেন, 'খাদান ভীষণ জরুরি ছবি...'?
আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়লেন পিভি সিন্ধু! বিয়ে সেরেই বর ভেঙ্কটের হাত ধরে নববধূ চললেন কোথায়?
কে কী বলছেন?
এদিন সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটির টিজার মুক্তি পেতেই অনেকেই ১২ অ্যাংরি মেন ছবিটির প্রসঙ্গ টেনেছেন। কেউ কেউ আবার এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভরপুর তারিফ করেছেন।