পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর একাধিক সহকর্মীদের সঙ্গে সম্প্রতি শিকাগো উড়ে গিয়েছিলেন এবারের NABC ২০২৪ এ যোগ দেওয়ার জন্য। সেখানকার অনুষ্ঠান পর্ব মেটার পর স্ত্রী পিয়ার সঙ্গে একটা লম্বা ছুটি কাটিয়ে সদ্যই দেশে ফিরেছেন। আর তার ঠিক আগেই শিকাগো বিমানবন্দরে তাঁর একটি স্বপ্নপূরণ ঘটে গেল। আর সেই কথাই এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন।
কী লিখেছেন পরমব্রত চট্টোপাধ্যায়?
পরমব্রত চট্টোপাধ্যায় যখন দেশে ফেরার জন্য শিকাগো বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তখন তাঁর সঙ্গে সেখানে দেখা হয় ওয়াসিম আক্রমের। আর এটা যেন তবে কাছে একটা স্বপ্নপূরণের মতো বিষয়ে। আর সেই কথাই তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন।
আরও পড়ুন: 'পাধারো মারে দেশ...' রাধিকাকে বরণ করতে আম্বানি পরিবারের বিশেষ পারফরমেন্স, যোগ দিলেন ইশা - শ্লোকাও
পরমব্রত এদিন তাঁর ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি পোস্ট করেছিলেন। প্রথম ছবিতে অপেক্ষমান বিমানের ছবি, দ্বিতীয়তে তাঁর নিজের একটি সেলফি এবং তৃতীয় ছবিতে ওয়াসিম আক্রমের সঙ্গে একটি সেলফি পোস্ট করতে দেখা যায়।
এই ছবিগুলো পোস্ট করে এদিন পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন, 'ভীষণ ভালো ভাবে অর্গানাইজ করা NABC, নিউ ইয়র্কে একটা বন্ধুর বাড়িতে থাকা এবং শহরে আরও কিছু মানুষের সঙ্গে দেখা করা। সবশেষে, আমি যখন বাড়ি ফেরার জন্য শিকাগোর বিমানবন্দরে লাউঞ্জে অপেক্ষা করছিলাম তখনই লেজেন্ডের সঙ্গে আমার দেখা হয়ে যায়। আর ওঁকে ছবি তোলার অনুরোধ না জানিয়ে পারলাম না।'
পরমব্রত চট্টোপাধ্যায় এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'এই ছবিটা তুলতেই হতো। আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। আর সবসময় থাকব। অনেক ধন্যবাদ আমার ছবি তোলার আবদার রাখার জন্য।'