পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী গত বছরই গাঁটছড়া বেঁধেছেন। অনেক ওঠাপড়ার পর ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সারেন তাঁরা। কিন্তু এদিন একটি অনুষ্ঠানে, প্রথম বিবাহবার্ষিকীর আগেই পরমব্রতকে পাশে নিয়েই পিয়া চক্রবর্তী কেন বললেন, 'কখনও দুটো মানুষ আর সঙ্গী হিসেবে চলতে চায় না'? না না ঘাবড়াবেন না। যা ঘটেছে সবটাই হয়েছে একটি অনুষ্ঠানে। সেটারই স্ক্রিপ্টে ছিল উক্ত কথাগুলো।
আরও পড়ুন: যৌথ সম্মতিতেই বিবাহবিচ্ছেদের পথে সায়রা - রহমান, তবুও কি খোরপোষ নিচ্ছেন গায়কের স্ত্রী? পরিমাণ কত?
আরও পড়ুন: ডায়না থেকে নয়নতারা! মাত্র ১৯ বছর বয়সে খ্রিষ্টান থেকে হিন্দু হতে কী কী করেছিলেন লেডি সুপারস্টার?
কী বলেছেন পিয়া চক্রবর্তী?
এদিন অনুষ্ঠানে একটি জায়গায় পিয়া চক্রবর্তীকে বলতে শোনা যায়, 'কখনও সময়ের নিয়মে কখনও অসময়ে চারিদিকটা অস্পষ্ট হয়ে আসে। এবং দুজন মানুষ সেখানেই থেমে যায়। আর একসঙ্গে অন্তত সঙ্গী হিসেবে পথ এগোতে চায় না। এই ব্রেকআপ বা বিচ্ছেদ আমাদের বেশির ভাগ মানুষের জীবনে ঘটেছে। কারও একবার। কারও তার চেয়ে বেশি বার। প্রেম নিয়ে পৃথিবীতে যত গান যত কবিতা লেখা হয়েছে, বিচ্ছেদ নিয়ে বোধহয় তার চেয়েও আরও বেশি লেখা হয়েছে। প্রেমের মতোই বিচ্ছেদেও যে তীব্র, মাত্রাতিরিক্ত ব্যথা আছে সেটা কিন্তু সোজা ভাষায় বলে বোঝানো যায় না। সম্পর্ক হয়তো শেষ হয়, মানুষ হয়তো বিচ্ছিন্ন হয়। পুরাতনের রেশ থেকেই যায়।'
কেবল পিয়া নয়, এদিন পাঠ করেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। অন্যদিকে স্ত্রী গান গাইলে তাঁকে গিটার বাজিয়ে সঙ্গ দিতে দেখা যায়।
প্রসঙ্গত ২০২১ সালে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন পিয়া। অন্যদিকে অনুপম রায়ও চলতি বছর বিয়ে করেছেন গায়িকা প্রশ্মিতা পালকে।