বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata Chatterjee-Antara Nandy: রহস্য ফেলে গানে মত্ত ফেলুদা! নন্দী সিস্টার্সের অন্তরার সঙ্গে জমিয়ে গান পরমের

Parambrata Chatterjee-Antara Nandy: রহস্য ফেলে গানে মত্ত ফেলুদা! নন্দী সিস্টার্সের অন্তরার সঙ্গে জমিয়ে গান পরমের

নন্দী সিস্টার্সের অন্তরার সঙ্গে জমিয়ে গান পরমের

Parambrata Chatterjee-Antara Nandy: নন্দী সিস্টার্সের অন্তরার সঙ্গে একদম অন্য মুডে ধরা দিলেন পরম। সিরিজ মুক্তির মাঝেই রবি ঠাকুরের গানে গানে আসর জমালেন তাঁরা। অন্তরা সেই ভিডিয়ো আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিলেন।

একি! ফেলুদা রহস্য সমাধানের বদলে উকুলেলে বাজিয়ে গান ধরেছেন যে! গ্যাংটকের গন্ডগোল কি তবে মিটে গেল? রহস্যের যবনিকা পতন হল কি? বোঝা যাচ্ছে না। কিন্তু ফেলুদা এখন সেসব ভুলে রবি ঠাকুরের গানে যে এখন বুঁদ সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। আর তাঁর সঙ্গী কে জানেন? নন্দী সিস্টার্সের অন্তরা নন্দী (Antara Nandy)।

শুক্রবার নতুন ফেলুদা থুড়ি পরমব্রতর (Parambrata Chatterje) সঙ্গে গানের আড্ডা জমিয়েছিলেন অন্তরা। গতকালই মুক্তি পেয়েছে নতুন ফেলুদা সিরিজ সাবাশ ফেলুদা (Sabash Feluda)। অরিন্দম শীল পরিচালিত এই সিরিজে উঠে এসেছে সত্যজিৎ রায়ের লেখা গ্যাংটকে গন্ডগোল গল্পটি। যমন্তকের মূর্তি ঘিরে ফের ঘনাবে রহস্য! পরমব্রতকে এই সিরিজে ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে তোপসের ভূমিকায় আছেন ঋতব্রত মুখোপাধ্যায়, সঙ্গে আছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ। এই সিরিজ জি ফাইভে মুক্তি পেয়েছে। যদিও সবার এই সিরিজ রিলিজ করার আগেই রীতিমত সেটা নিয়ে কটাক্ষের ঝড় বয়ে গিয়েছে। অনেকেরই নতুন ফেলুদা থেকে তোপসে কাউকেই ভালো লাগেনি।

ভিডিয়োতে অন্তরা এবং পরম পাশাপাশি বসে আছেন। পরমের হাতে উকুলেলে আর অন্তরার হাতে গিটারলেলে। দুজনে সেটা বাজিয়েই গেয়ে ফেললেন রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি কেমন করে গান করো হে গুণী। তাঁরা একে অন্যকে একেবারে যোগ্য সঙ্গত দিয়েছেন। তাঁদের সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন সকলেই।

এই ভিডিয়ো পোস্ট করে অন্তরা লেখেন, 'বাঙালিদের কাছে অন্যতম পছন্দের আইকনিক বই হল ফেলুদা আর এবার নতুন প্রজন্মের ফেলুদার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি কেমন করে গান করো গাইলাম। সাবাশ ফেলুদাকে অনেক শুভেচ্ছা জানাই।' তিনি পরমব্রত চট্টোপাধ্যায়কে মেনশন করেন এই পোস্টে, শুভেচ্ছা জানান।

অনেকেই তাঁর এই পোস্টে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন ‘অসাধারণ, তোমাদের গানের জাদুতে মুগ্ধ হলাম।’ আরেকজন লেখেন, 'অন্তরা আমি তোমায় ফলো করি বহুদিন ধরেই। খুব সুন্দর গাও তুমি।'

বন্ধ করুন