কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ আর পরমব্রত চট্টোপাধ্যায়। টলিপাড়ার এই ৪ তারকার বন্ধুত্বের কথা কে না জানেন! একসময় ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ৪ জনই বেশ লড়াই করেছেন। যদিও বর্তমানে এই ৪ বন্ধুর রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, তবে এরপরেও এই ৪ জনের বন্ধুত্ব কিন্তু নষ্ট হয়নি। আর আজ ৬ জানুয়ারি, ২০২৫ অভিনেতা রুদ্রনীল ঘোষ নিজের জীবনে আরও একটা বসন্ত পার করে ফেললেন।
হ্য়াঁ, আজ রুদ্রনীল ঘোষের জন্মদিন। আর কাছের বন্ধুর জন্মদিনে তাঁদের বন্ধুত্ব নিয়ে অকপট পরমব্রত চট্টোপাধ্যায়। আনন্দবাজারে নিজের কলমে পরমব্রত লেখেন, তাঁর সঙ্গে যখন রুদ্রনীল ঘোষের আলাপ হয়, তখন তাঁদের দুজনের বয়সই অনেক কম। যদিও তারমধ্যেও রুদ্রনীল তাঁর থেকে প্রায় ৯ বছরের বড়, তবুও তাঁকে নাম ধরেই ডাকতে শুরু করেন পরমব্রত। তাঁর কথায়, দুজন অল্পবয়সী ছেলে একসঙ্গে থাকলে নানান দুষ্টুমি করে বসে, তাঁরাও সেটা করেছেন। যদিও এখন সেসব কথা মনে করলে পরমব্রতর শুধুই হাসি পায়।
আরও পড়ুন-মামু অজয়ের হাত ধরে বলিউডে পা রাখছেন আমন, সঙ্গী রবিনার মেয়ে রাশা, কেমন হল ‘আজাদ’ ট্রেলার?
তবে রুদ্রনীলের কথায়, তাঁরা বড় হওয়া, পরিণতমনস্ক হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের রাস্তাও বদলেছে। তবে তাঁদের একসঙ্গে করা কিছু কাজ কখনও বিফল, কখনও আবার সফল হয়েছে। তাঁদের জুটি অন্যতম সফল ছবি 'হাওয়া বদল', সম্প্রতি তাই ‘ হাওয়া বদল-২’রশ্যুটিং সেরেছেন।
পরমব্রতর কথায়, 'রুদ্রনীল ঘোষ এখনও ক্ষুরধার অভিনেতা। হতে পারে ব্যবসা কিংবা অন্য কোনও বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গী আজ আর এক নেই…। আর রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভিন্ন মত। কারণ ও এখন যে দলে, সেই দলের দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনওদিনই নিজেকে মেলাতে পারব না। তবে যে কারণে আমাদের বন্ধুত্ব, সেগুলো কিন্তু এখনও নষ্ট হয়নি। জীবনের কিছু বাঁকে বদল ঘটলেও আমাদের বন্ধুত্বের পরিসরে কোনও বদল ঘটেনি।'
পরমব্রত বলেন, তাঁর আগে যে কারণে রুদ্রনীলকে ভালো লাগত, এখনও সেই কারণগুলি রয়ে গিয়েছে। সহ-অভিনেতা হিসাবে, এতদিনের পরিচিত মানুষ হিসাবে যে শ্রদ্ধা তাঁর রুদ্রনীলের প্রতি আগে ছিল, এখনও তা বর্তমান।