বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Parambrata: 'অন্তরা বলেছিল ও আমার ফ্যান, হঠাৎই একদিন আমার সঙ্গে গান করার প্রস্তাব দেয়', বলছেন পরমব্রত

Exclusive Parambrata: 'অন্তরা বলেছিল ও আমার ফ্যান, হঠাৎই একদিন আমার সঙ্গে গান করার প্রস্তাব দেয়', বলছেন পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত জানান, 'এভাবে মাঝেমধ্যে কোনও কারোর প্ররোচনায় সোশ্যাল মিডিয়ায় আসি। না হলে আমি আসলে আনসোশ্যাল। খুব ইচ্ছে না করলে সোশ্যাল মিডিয়ায় আসি না। অভিনয়ের পাশে পরিচালনা, প্রযোজনার কাজেও ব্যস্ত থাকি। তাই আলাদা করে আমার পক্ষে রিল বানানো সত্য়িই সম্ভব নয়।

২৫ বৈশাখের দু'একদিন আগের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় 'নন্দী সিস্টার্স'-দের এক বোনের সঙ্গে জুটি বেঁধেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্তরা ও পরমব্রতর উকুলেলে বাজিয়ে গাওয়া রবীন্দ্রসঙ্গীত 'তুমি কেমন করে গান করো হে গুণী', গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অনেকেই সেই গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সেবিষয়ে কথা বলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। জানিয়েছেন হঠাৎ কেন, কীভাবে তাঁদের এই জুটি বাঁধার পরিকল্পনা তৈরি হয়েছিল।

পরমব্রত হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘অন্তরা কলকাতায় এসে আমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিল। ও আর ওঁর বোন নাকি আমার ফ্যান। এদিকে আমিও আবার সোশ্যাল মিডিয়ায় ওদের ফলো করতাম, দুই বোনের উকুলেলে বাজিয়ে গান আমার বেশ ভালো লাগত। ওরা কলকাতায় মেয়ে যদিও এখন মুম্বইতে থাকে। ওরাই আনার সঙ্গে দেখা করতে চেয়ে আমার অফিসে আসে, তখন বেশ মজার আড্ডা হয়েছিল। যেহেতু আমিও এখন কিছু সময় মুম্বইতে থাকি। অন্তরা জিগ্গেস করেছিল, আপনি মুম্বইতে আছেন? (ওরা আবার আপনি বলে কথা বলে) তাহলে কি একসঙ্গে কিছু করতে পারি? আমি অবাক হয়ে জিগ্গেস করি, আমার সঙ্গে কী করবে! বলল, আমি দেখেছি আপনিও ভালো গিটার বাজান, গান করেন, তাই একসঙ্গে যদি কিছু করা যায়। আমি তখন বলেছিলাম তোমাদের সঙ্গে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। তবে শেষপর্যন্ত জুটি বেঁধে গান গেয়ে বেশ ভালো লেগেছে। খুব এনজয় করেছি।'

আরও পড়ুন-Exclusive Parambrata: 'ফেলুদা' নিয়ে ট্রোলিং, টলিপাড়ায় আর্থিক কেলেঙ্কারি থেকে শিবপুর ছবি ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে হুমকি, সব নিয়েই মুখ খুললেন পরমব্রত...

আরও পড়ুন-শ্বাস নিতে অসুবিধা হত, হাঁপিয়ে যেতাম, মাটিতে বসলে উঠতে পারতাম না: অকপট ঋতাভরী

কোথায় ওই গানটির শ্যুট হয়েছে? একথায় পরমব্রত জানান, ‘ওটা একেবারেই মুম্বইতে এক বন্ধুর বাড়িতে। পাশাপাশি বসে গেয়েছি, যদিও কোনওরকম প্রস্তুতি ছাড়া। ফোনে রেকডিং করা হয়। ওটা ভাইরাল হয়েছে দেখে আমি তো অবাক!’

পরমব্রত জানান, 'এভাবে মাঝেমধ্যে কোনও কারোর প্ররোচনায় সোশ্যাল মিডিয়ায় আসি। না হলে আমি আসলে আনসোশ্যাল। খুব ইচ্ছে না করলে সোশ্যাল মিডিয়ায় আসি না। নাহয় কাজের কারণে আসি, আর ব্যক্তিগত কখনও কিছু মনে হলে তখন সেটা সকলের সঙ্গে শেয়ার করি। এছাড়া আমার সময়ও থাকে না বিশেষ। অভিনয়ের পাশে পরিচালনা, প্রযোজনার কাজেও ব্যস্ত থাকি। তারমধ্যে আলাদা করে আমার পক্ষে রিল বানানো সত্য়িই সম্ভব নয়। যাঁরা বানাচ্ছেন, সেটা তাঁদের পেশা হয়ে গিয়েছে। এটা একটা কাজের নতুন ধারা। আমি এমনিতেই এতগুলো কাজ করি, তারমধ্যে আরও একটা ধারায় ঢুকতে চাই না। তাহলে অন্যকাজে সময় পাব না। তবে অন্তরার সঙ্গে সম্প্রতি বানিয়েছি। কিন্তু অন্তরা এত ভালো গায়, কেন যে আমায় বলল, ওঁর সঙ্গে গাইতে, সেটাই ভাবছি… (হাসি)।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন