১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। কেটে গিয়েছে প্রায় ৩-৪ মাস। এর মধ্যে পরমব্রতকে নানা সময় নানা অনুষ্ঠানে নজর কাড়তে দেখা গেলেও, পিয়াকে সেভাবে দেখা যায়নি। তবে ছেলের জন্মের ৩ মাসের মধ্যেই কাজে ফিরেছেন তিনি। পাশাপাশি ছেলেকে নিয়ে এখন বেজায় ব্যস্ত পিয়া। আর তা খুব স্বাভাবিকও বটে। তবে এই সব কিছুর মধ্যেই কাছের বন্ধুদের নিয়ে চুটিয়ে নিজের জন্মদিন উদযাপন করলেন পিয়া।
১৬ অগস্ট ছিল পিয়ার জন্মদিন। আর এই দিনটা পরমব্রত ও বন্ধুদের সঙ্গে একেবারে হই হুল্লোড় করে কাটালেন পিয়া। জন্মদিনে পিয়া পুল পার্টিতে মেতেছিলেন। একেবারে অন্য লুকে ধরা দিয়েছিলেন তিনি। এর আগে শাড়ি বা গাউনেই বেশি নজর কাড়তে দেখা গিয়েছে পরম-পত্নীকে। তবে এই বিশেষ দিনে মনোকিনিতে দেখা গিয়েছিল তাঁকে। বুধবার এদিনের বিশেষ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন পরম-পত্নী।
প্রথম দুটি ছবিতে পানীয়ের গ্লাস হাতে মনোকিনি ও সানগ্লাস পরে পুলে পিয়াকে দেখা যায়। তারপর তাঁকে একটি ছবিতে কেক কাটতে দেখা যায়। তারপর তিনি তাঁর কেকের ছবি ভাগ করে নেন সেখানে লেখা ছিল, 'হ্যাপি বার্থডে হট মাম্মা'। এরপর একরত্তির সঙ্গেও একটি ছবি শেয়ার করেন। সেখানে অবশ্য খুদের মুখ দেখা যায়নি। তারপর ফের পুলে অনুষ্কা বিশ্বনাথনের সঙ্গে তাঁকে দেখা যায় তাঁকে। তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নজর কাড়েন নতুন মা। এরপর পরমের সঙ্গেও পিয়ার দেখা মেলে, দু'জনের মাথায় ছিল বার্থডে স্পেশাল টুপি।
আরও পড়ুন: শ্রেয়া পাণ্ডের বাড়ির গণেশ পুজোয় একসঙ্গে দেব-শুভশ্রী? গণপতিকে নিজের হাতে মালা পরালেন নায়িকা
ছবিগুলি শেয়ার করে পিয়া ক্যাপশনে লেখেন, ‘লেট পোস্ট: চল্লিশ বছর বয়সে, একমাত্র জিনিস যা ম্লান হয়ে যায় তা হল জাজমেন্টের ভয়। আমি একটা দারুণ জন্মদিন কাটালাম সঙ্গে জন্মদিনের পার্টি, টুপি, পুল আর আমার বন্ধুদের নিয়ে আমার জন্মদিনটা দারুণ কাটল। এই পোস্টে উপস্থিত আমার সুন্দরীদের ধন্যবাদ।’
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মা-বাবা হতে চলার খবর ভাগ করে নেন পরমব্রত ও পিয়া। ২০২৩ সালের নভেম্বর মাসে দু'জনে করেছিলেন আইনি বিয়ে। এবার ছেলেকে নিয়েই করবেন তৃতীয় বিবাহবার্ষিকী পালন।