কদিন আগেই গেল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর ১ বছরের বিবাহবর্ষিকী। তবে হঠাৎই এবার জীবন থেকে প্রেম যাওয়ার কথা উঠে এল পিয়া-র সোশ্যাল মিডিয়া স্টোরিতে। সঙ্গে অবশ্য প্রেম চলে গিয়ে, নতুন প্রেম আসার উল্লেখও পাওয়া গেল। তাহলে কি নিজের জীবনে অনুপম রায়ের চলে যাওয়া ও পরমব্রতর আসার ইঙ্গিতই করলেন পিয়া?
পিয়া ইনস্টাগ্রামে যে কোটেশনটি শেয়ার করেছেন, তাতে লেখা রয়েছে, ‘জীবন বদলায়। তুমি ভালোবাসা হারিয়ে ফেলো। তুমি বন্ধু হারিয়ে ফেল। তুমি নিজের জীবনের এমন একটা অংশ হারিয়ে ফেল, যা তুমি স্বপ্নেও ভাবনি। আর তারপর, তোমাকে অবাক করে, হারিয়ে যাওয়া সেই অংশটা আবার ফিরে আসে। নতুন ভালোবাসা আসে। সঙ্গে আসে কিছু আরও ভালো বন্ধু। আর আরও বুদ্ধিমান, দৃঢ় মনের তুমি তাকিয়ে থাকো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে।’
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ, হাত নাড়লেন পাপারাৎজিদের দিকে! কোথায় থাকবেন এখন
কখনো সেভাবে বিচ্ছেদ নিয়ে কথা বলেননি পিয়া। অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর তিনিই প্রথম বসেন বিয়ের পিঁড়িতে। ফলত ‘ঘর ভাঙানি’ তকমাটা তাঁর কপালে এসেই জুটেছিল। ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁর আর পরমব্রতর বিয়ের ছবি সামনে আসতেই একেবারে রে রে করে তেড়ে এসেছিল একাংশ।
আরও পড়ুন: ‘কখনো খারাপ চাইনি, বরং…’! মার অমতে, ডিভোর্সি দীপঙ্করকে লুকিয়ে বিয়ে অহনার, কী লিখলেন মা চাঁদনী
সম্প্রতি এক পডকাস্টে এই নিয়ে কথা বলেন পরম-ঘরণী। তাঁকে বলতে শোনা যায়, ‘এটা সবাই মনে মনে জানে যে, কখনো কোনো একটা কারণে সম্পর্ক ভাঙে না।’ তবে একবারও প্রাক্তনকে নিয়ে কোনো কটু কথা শোনা যায়নি তাঁর মুখে। এমনকী, অনুপম যখন মাসখানেক পর, ২০২৪ সালের মার্চ মাসে প্রশ্মিতা পালের সঙ্গে বিয়ে করেন, তখন শুভেচ্ছাবার্তা দেন।
আরও পড়ুন: ‘আমার মেয়ে…’! দেবলীনার সঙ্গে হয়নি ডিভোর্স, কার মা-বাবা হিসেবে নিজেদের ঘোষণা করলেন তথাগত-বিবৃতি

‘স্ট্রেটআপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসাবে এসেছিলেন পিয়া। সেখানে ডিভোর্স প্রসঙ্গে কথা বলার সময় পিয়াকে বলতে শোনা যায়, ‘মানুষের এটা বোঝা উচিত যে দু’জন মানুষই কোনও না কোনও কারণে জখম হয়েছে। সেই কারণেই আলাগদা হচ্ছে। ডিভোর্স বা ব্রেকআপ যাই হোক না কেন, দুজনের পক্ষেই তা মেনে নেওয়া কষ্টকর হয়। মানুষের এই সিদ্ধান্তকে সম্মান দেওয়া উচিত। সেই দুজনের একটা জার্নি আছে। তার বিষয়ে কিছু না জেনে নিজেদের মতো করে ভেবে নেওয়া। যেন গত কাল এর সঙ্গে ডিভোর্স হয়েছে আর আগামীকাল আরেকজনকে বিয়ে করেছি।