'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' শোতে মন্তব্য করার জন্য দায়ের করা মামলা থেকে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ওরফে 'দ্য বিয়ার বাইসেপস'-কে গ্রেফতার হওয়া থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ তাঁকে বেল দিলেও, তাঁর করা মন্তব্যের 'নোংরা' ও 'বিকৃত' ভাষার জন্য কড়া নিন্দা করেছেন।
রণবীর এলাহাবাদিয়া মামলার লাইভ আপডেট
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, একই শো নিয়ে আর কোনও এফআইআর দায়ের করা যাবে না।
তবে এলাহাবাদিয়াকে যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া হয়েছে তা এই শর্ত সাপেক্ষে যে তিনি তদন্তে যোগ দেবেন। শীর্ষ আদালত তাঁকে দেওয়া হুমকির বিরুদ্ধে সুরক্ষা চেয়ে পুলিশের কাছে যাওয়ার স্বাধীনতাও দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইউটিউবারের প্রতিনিধিত্ব করার জন্য আইনজীবী অবনব চন্দ্রচূড় শীর্ষ আদালতে হাজির ছিলেন।
রণবীর এলাহাবাদিয়া সুপ্রিম কোর্টের শুনানি:
- শীর্ষ আদালত আইনজীবী চন্দ্রচূড়কে প্রশ্ন করেছে যে তিনি 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' শোতে এলাহাবাদিয়া যে ধরণের ভাষা ব্যবহার করেছিলেন তা তিনি ‘সমর্থন’ করছেন কি না! ইউটিউবারের পক্ষে উপস্থিত আইনজীবী স্বীকার করেন যে, যে ভাষা ব্যবহার করেছেন তাতে তিনি নিজেও ‘বিরক্ত’, তবে এটি ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন।
- বিচারপতি সূর্য কান্ত বলেন, 'এটা যদি অশ্লীলতা না হয়, তাহলে অশ্লীলতা কী? আপনি যে ভাষা ব্যবহার করছেন তা দেখুন! বিচারক (রিয়েলিটি শো-র) (অভিনেতা / কনটেন্ট ক্রিয়েটর অপূর্ব অরোরা সম্পর্কিত একটি মামলায়) মানেই আপনি যা ইচ্ছে তা বলার লাইসেন্স পেয়ে যান?
- রণবীর আলাহাবাদিয়াকে চরম ভর্ৎসনা করে শীর্ষ আদালত। বেঞ্চ বলেছে যে শোতে তিনি যে মন্তব্য করেছেন তা দিয়ে তিনি নিজের ‘বাবা-মাকেও অপমান’ করেছেন। ‘এই ব্যক্তির মনে কিছু নোংরা আছে, যা এই প্রোগ্রামের মাধ্যমে উগড়ে দেওয়া হয়েছে।’
- বিচারপতি কান্ত অবশ্য আশ্বস্ত করেছেন, এলাহাবাদিয়া যে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন, রাষ্ট্র তা দেখভাল করবে। শীর্ষ আদালত ওই ইউটিউবারকে আরও কটাক্ষ করে বলেছে, ‘আপনি যদি এই ধরনের কথা বলে সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করতে পারেন, তবে অন্যরাও থাকতে পারে যারা হুমকি দিয়ে সস্তা প্রচার পেতে চাইছে হয়তো।’
- সুপ্রিম কোর্ট 'দ্য বিয়ার বাইসেপস' পডকাস্টারকে তার মন্তব্যের জন্য কঠোরভাবে তিরস্কার করেছে এবং বলেছে, ‘আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন, তাতে অভিভাবকরা লজ্জা পাবেন। বোন ও মেয়েরা লজ্জা পাবে। গোটা সমাজ লজ্জায় ভুগবে। এতে বিকৃত মনের পরিচয় পাওয়া যায়।’
- বিচারপতি সূর্য কান্ত বলেন, তিনি (রণবীর আল্লাহবাদিয়া) কোথা থেকে প্রশ্ন নকল করেছেন, তা শীর্ষ আদালত জানে।
- আইনজীবী চন্দ্রচূড় সুপ্রিমকোর্টে জানান যে, 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' একটি পেইড এবং লকড শো, যা কেবল গ্রাহকদের জন্য। তিনি বলেন, ৪৫ মিনিটের দীর্ঘ শো থেকে কিছু গ্রাহক ১০ সেকেন্ডের অংশের একটি কপি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ক্লিপটি ফাঁস হয়ে যায়।
এলাহাবাদিয়া ও সময় রায়না ছাড়াও কনটেন্ট ক্রিয়েটর অপূর্ব মুখিজা এবং ইউটিউব সেলিব্রিটি আশিস চাঞ্চলানি এবং জসপ্রীত সিংও এই পর্বে অংশ নিয়েছিলেন।
কী বলেছিলেন এলাহাবাদিয়া:
গত সপ্তাহে একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, রণবীর এলাহাবাদিয়া এক প্রতিযোগীকে প্রশ্ন করছেন যে, ‘তুমি কি সারা জীবন বাবা-মাকে সঙ্গম করতে দেখতে চাও? নাকি তাতে যোগ দিয়ে চিরতরে বন্ধ করতে চাও?’ আর এই ক্লিপিংস বাইরে আসার পরই গোটা দেশজুড়ে বিরোধ। বহু তারকাও রণবীরের বিরুদ্ধে মুখ খুলেছেন।