লোকসভা নির্বাচন ২০২৪ এর পঞ্চম দফার ভোট ছিল ২০ মে। এই দিনই মুম্বইতে ভোট ছিল। বলিউডের সমস্ত তারকারা এদিন ভোট দেন নিজ নিজ কেন্দ্রে। বাদ যাননি পরেশ রাওয়াল। তিনি সোমবার সকাল সকাল গিয়ে নিজের নাগরিক হওয়ার কর্তব্য পালন করে আসেন। ভোট দিয়ে বেরিয়েই তিনি সেইসব মানুষদের কথা বলেন যাঁরা ভোট দেন না।
কী বললেন পরেশ রাওয়াল?
ভোট দেওয়ার পর এদিন পরেশ রাওয়াল মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি জোর দেন সকলে পূর্ণবয়স্ক নাগরিকদের ভোট দেওয়ার বিষয়ে। জানালেন সকলের ভোট দেওয়া উচিত।
আরও পড়ুন: তৃণমূলের হয়ে লড়ছেন, অথচ বছর দেড়েক আগে বিজেপিতেই যোগ দিতে চেয়েছিলেন রচনা! দাবি লকেটের
আরও পড়ুন: ভুল জায়গায় গিয়ে লম্ফঝম্প! নিজের পোলিং বুথের বদলে অন্য জায়গায় গিয়ে চিৎকার গওহরের, তারপর...?
তিনি সকল নাগরিকদের তাঁদের দায়িত্ব কর্তব্য মনে করিয়ে এদিন বলেন, 'আপনারই বলেন সরকার এটা করে না সেটা করে না। কিন্তু আজ ভোট না দিলে আপনি দায়ী থাকবেন সরকার নয়।' তারপরই অভিনেতাকে সেই সব মানুষদের নিয়ে কথা বলতে শোনা যায় যাঁরা ভোট দেন না। পরেশ রাওয়ালের মতে যাঁরা ভোট দেন না তাঁদের শাস্তি দেওয়া উচিৎ কিন্তু কী শাস্তি?
পরেশ রাওয়াল এদিন এই বিষয়ে বলেন, 'যাঁরা ভোট দেন না তাঁদের জন্য শাস্তির ব্যবস্থা করা উচিত। এই যেমন করে পরিমাণ বাড়িয়ে দেওয়া বা কিছু।'
কারা কারা আজ ভোট দিলেন?
মুম্বইতে এদিন ছয়টি কেন্দ্রে ভোট হয়। সোমবার মুম্বই নর্থ, মুম্বই নর্থ ইস্ট, মুম্বই নর্থ ওয়েস্ট, মুম্বই নর্থ সেন্ট্রাল, মুম্বই সাউথ এবং মুম্বই সাউথ সেন্ট্রালে ভোট হল। এদিন একাধিক বলিউড তারকা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। অক্ষয় কুমার থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান, শাহিদ কাপুর, সানিয়া মালহোত্রা, রাজকুমার রাও, জাহ্নবী কাপুর প্রমুখ ভোট দিয়েছেন।