জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা। কিছু আগেই এসেছে প্রোমো। এবার চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হল সিরিয়ালের স্লট টাইম। আন্দাজ মতো কি তবে শেষ হচ্ছে নিম ফুলের মধু? কী জানা গেল?
পরিণীতা সিরিয়ালের সময়
জি বাংলার তরফে যে প্রোমো শেয়ার করা হয়েছিল (বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে) সেখানে দেখা গিয়েছে আগামী ১১ নভেম্বর থেকে সম্প্রচার শুরু হবে পরিণীতা সিরিয়ালের। আর এটিকে একেবারে সন্ধ্যার প্রাইম স্লট দেওয়া হয়েছে। এতদিন ধরে লম্বা সময় এক নম্বরে থাকা জগদ্ধাত্রীর জায়গায় আনা হচ্ছে পরিণীতাকে। অর্থাৎ সন্ধ্যা ৭ টার স্লট দেওয়া হয়েছে উদয় প্রতাপ সিং এবং ঈশানির ধারাবাহিককে।
যদিও এই সিরিয়ালের আগমনে জগদ্ধাত্রী ধারাবাহিক শেষ হচ্ছে কিনা সেটা স্পষ্ট নয়। এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অঙ্কিতা সৌম্যদীপের হিট মেগা শেষ হবে নাকি স্লট বদলাবে সেটা সময় এলেই জানা যাবে। তবে পরিণীতার প্রোমো প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়েছিল যে নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হবে ভালো টিআরপি থাকা সত্বেও। কোনটা বাস্তবায়িত হয় সেই দিকে নজর থাকবে।
আরও পড়ুন: মুক্তির ৩০ বছর পর ফের বড় পর্দায় আসছে করণ অর্জুন! কবে রি-রিলিজ করছে শাহরুখ - সলমনের ছবি?
পরিণীতা সিরিয়ালের প্লট
এতদিন উদয় প্রতাপ সিংকে সাধারণত পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে। এবার তিনি একেবারে মুখ্য ভূমিকায়। তাঁর বিপরীতে নবাগতা ঈশানি। গল্পে ত্রিকোণ প্রেম থাকবে। ত্রিকোণ প্রেমের আরেক কোণে থাকবে সুরভী মল্লিক। এক নামজাদা কলেজের ছাত্র ছাত্রী তাঁরা। পারুল (ঈশানি) গ্রাম্য সহজ সরল মেয়ে। তাঁকে কলেজে সবাই হ্যাটা করলেও সে নিজের গুণে সবার মুখ বন্ধ করিয়ে দেয়। তবে পরেই আসে চমক। দেখা যায় সে বাস্তবে রায়নের (উদয়) স্ত্রী। কিন্তু বউকে একেবারে পছন্দ নয় নায়কের। এমন অবস্থায় দুজনের মনে ভালোবাসা কীভাবে জাগবে, কীভাবে পারুল রায়ানের পরিণীতা হয় আক্ষরিক অর্থে সেটাই দেখার।