মুক্তি পেল পরিণীতা সিরিজের ট্রেলার। আগামী ১৫ অগস্ট মুক্তি পাবে এই সিরিজটি। তার আগে এই সিরিজের ঝলক প্রত্যাশা বাড়াল দর্শকদের। হইচই প্ল্যাটফর্মে আসবে এটি।
আরও পড়ুন: বোনের মৃত্যুর দেড় বছর পার, ঐন্দ্রিলার স্মৃতি উসকে বৃষ্টিভেজা দিনে কী পোস্ট করলেন ঐশ্বর্য?
পরিণীতা ছবির ট্রেলার
বাংলায় দীর্ঘ ৫৫ বছর পর আসছে পরিণীতা। যদিও হিন্দিতে ২০০৫ সালে শেষবারের মতো দেখা গিয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাসের নাট্যরূপ। এবার এটি সিনেমা নয়, বরং সিরিজ হিসেবে আসবে। পরিচালনায় অদিতি রায়। মুখ্য ভূমিকায় থাকবেন দেবচন্দ্রিমা সিংহ রায়, গৌরব চক্রবর্তী, এবং অর্পণ ঘোষাল।
এই সিরিজে উঠে আসবে প্রেম, পরিত্যাগ, প্রতিহিংসার সঙ্গে দেশাত্মবোধের দুর্দান্ত মিশেল। আর সেটা এই সিরিজের ঝলকেই যেন স্পষ্ট হয়ে গেল। আগামী ১৫ অগস্ট মুক্তি পাবে এই সিরিজ।
হইচইয়ের পরিণীতা সিরিজে ললিতার চরিত্রে থাকবেন দেবচন্দ্রিমা সিংহ রায়, শেখর হয়ে ধরা দেবেন গৌরব চক্রবর্তী। এবং গিরিশের ভূমিকায় থাকবেন অর্পণ ঘোষাল। এদিন এই সিরিজের ট্রেলার প্রকাশ্যে এনে লেখা হয়, 'এক কালজয়ী গল্পের প্রেমিক যুগল ফিরছে, ফের একবার ভালবাসার অর্থ সবাইকে মনে করিয়ে দিতে।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'একে তো শেখর, তার ওপর গিরিন! কাকে ছেড়ে কাকে দেখব।' আরেক ব্যক্তি লেখেন, 'অনেককে যোগ্য জবাব দেবে দেবচন্দ্রিমা এই ললিতার চরিত্রে অভিনয় করে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'পছন্দের একটা গল্প, বারংবার পড়েছি, তারপরও প্রত্যেক বার নতুন ভাবে ভাল লেগেছে। আশা করব গল্প এর মতো এই series টাও ভীষণ প্রিয় হয়ে থেকে যাবে।' তবে কেউ কেউ আবার লিখেছেন এই গল্পটিকে নাকি পরিচালক সেভাবে ফুটিয়ে তুলতে পারেননি ট্রেলারে। গল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও অনেকে জানিয়েছেন।