একজন শিল্প জগতের মানুষ অন্যজন রাজনীতির। স্বভাবের দিক থেকেও দুজনে সম্পূর্ণ আলাদা। তবে ভালোবাসা থাকলে দুই ভিন্ন প্রকৃতির মানুষও যে একসঙ্গে থাকতে পারেন, সেটাই প্রমাণ করেছেন পরিনীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। সম্প্রতি স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য একটা ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী।
১১ নভেম্বর পরিনীতির স্বামী রাঘব চাড্ডার জন্মদিন। ৩৬ বছরে পদার্পণ করলেন এই তরুণ রাজনীতিবিদ। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পরিনীতির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাঘব। তারপর থেকে শুরু হয়েছে দুজনের পথ চলা। দুজনের সম্পর্ক যে কতটা মিষ্টি, সেটাই সম্প্রতি বোঝা গেল পরিনীতির পোস্ট করা ভিডিয়ো দেখে।
(আরও পড়ুন: 'একাধিক মহিলার জন্য আমি আমার বউকে ঠকিয়েছি, একদিন ধরা পড়ে যাই', অকপট জনপ্রিয় গায়ক-অভিনেতা, কে ইনি?)
পরিনীতি যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, রাঘব যতটা শান্ত এবং গম্ভীর ঠিক ততটাই ছটফটে পরিনীতি। একদিকে পরিনীতি যেমন সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করেন তেমন অন্যদিকে রাঘব সব সময় চুপচাপই থাকেন। দুজনের মধ্যে এত অমিল থাকা সত্ত্বেও দুজনেই কিন্তু একে অপরকে ভীষণ ভালোবাসেন, যা এই ভিডিয়ো দেখে ভীষণ স্পষ্ট হয়ে যায়।
ভিডিয়োটি পোস্ট করে পরিনীতি লিখেছেন, তোমার ব্যক্তিত্ব এবং সবকিছু বোঝার ক্ষমতা প্রতিদিন আমাকে নতুন একটি মানুষ হতে সাহায্য করে। কীভাবে একজন শক্ত মনের মানুষ হওয়া যায় সেটা তুমি আমাকে শিখিয়েছো। ভালোবাসা এবং সম্মানের প্রকৃত অর্থ শিখিয়েছে তুমি। মানসিক স্থিতিশীলতার কতটা প্রয়োজন আছে সেটাও তুমি আমাকে শিখিয়েছো। আমি তোমার কাছে শপথ করছি, আমি সব সময় তোমার থেকে কিছু না কিছু এই ভাবেই শিখতে থাকবো।
(আরও পড়ুন: ঝিকিমিকি আলোয় কৌশানির 'ডাকাতিয়া বাঁশি'তে চন্দননগরের মণ্ডপে চলছে নাচ, শিবপ্রসাদ লিখলেন…)
প্রসঙ্গত, সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে 'অমর সিং চমকিলা নামক একটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে পরিনীতিকে সিনেমাটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি। অন্যদিকে রাঘব যে আম আদমি পার্টির একজন সক্রিয় সদস্য সে কথাটা সকলেই জানেন।