২০২৩ সালের শেষে ধুমধাম করে সাত পাকে বাধা পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া। অথচ নায়িকার বিয়েতে দেখা মেলেনি তাঁর মিমিদির! হ্যাঁ, পরিণীতির বিয়েতে প্রিয়াঙ্কার অনুপস্থিতি নিয়ে কমচর্চা হয়নি। বছর ঘুরতেই চোপড়া পরিবারে ফের বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে প্রিয়াঙ্কার নিজের ভাই সিদ্ধার্থ চোপড়া। আরও পড়ুন-চিরসখাকে হারিয়ে প্রথমবার স্লট পেল মিত্তির বাড়ি! শীর্ষে পরিণীতা, ফুলকি-কথার কী হাল?
ভাইয়ের বিয়ের দায়িত্ব সামলাতে আগেভাগেই মুম্বই এসে পৌঁছেছেন দেশি গার্ল। ভাইয়ের প্রাক-বিয়ের অনুষ্ঠানে দায়িত্বশীল দিদির ভূমিকায় দেখা মিলেছে পিগি চপসের। এখনও নিকের দেখা না মিললেও প্রিয়াঙ্কার সঙ্গে এসেছেন তাঁর শ্বশুর-শাশুড়িও। অথচ সিদ্ধার্থ চোপড়ার প্রাক-বিবাহ অনুষ্ঠানে অভিনেত্রী পরিণীতি চোপড়ার দেখা মেলেনি। তারপর থেকেই ফিসফিসানি তুঙ্গে। তবে কি প্রিয়াঙ্কার অনুপস্থিতির প্রতিশোধ নিতেই সিদ্ধার্থের বিয়েতে হাজির হবেন না পরিণীতি?
পরিণীতি কি হাজির থাকবেন সিদ্ধার্থের বিয়েতে?
হিন্দুস্তান টাইমসের সূত্র জানাচ্ছে, পরিণীতি মোটেই তাঁর পারিবারিক অনুষ্ঠান মিস করবেন না। প্রাক বিয়ের ফাংশনে হাজির না থাকলেও নায়িকা ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থের বিয়েতে সামিল হবেন, এবং তাঁর স্বামী রাঘব চাড্ডাও সেখানে থাকবেন বলে আশা করা হচ্ছে। পরিণীতি নিজের আসন্ন ছবির শুটিং করছেন, যে কারণে তিনি প্রি-ওয়েডিং সেরেমানিতে যোগ দিতে পারেননি।
নীলম উপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ। মা মধু চোপড়া এবং পরিবারের বাকি সদস্যদের উপস্থিতিতে ইতিমধ্যেই মাতা কি চৌকি এবং হলদির মতো অনুষ্ঠান মিটেছে।
প্রিয়াঙ্কা চোপড়া কেন সামিল হননি বোনের বিয়েতে? সেই প্রসঙ্গেই কথা বলেছিলেন মধু চোপড়া। নায়িকার মায়ের দাবি ছিল ' ও কাজ করছে।' মধু অবশ্য রাঘব-পরিণীতিকে আর্শীবাদ দিতে পৌঁছেছিলেন।
রাঘব পরিণীতির বিয়ে
২৪ সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে বিবাহ বাসর বসে রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার। ২৩ সেপ্টেম্বর মেহেন্দি, হলদি এবং সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২২ সেপ্টেম্বরেই পরিবার নিয়ে উদয়পুর পৌঁছান বর কনে। জমজমাট সেই বিয়ে নজর কেড়েছিল গোটা দেশের। আপ দলের হ্য়ান্ডসাম সাংসদের গলায় মালা দেন ‘ইশকজাদে’ নায়িকা।
নীলম-সিদ্ধার্থের সম্পর্ক
২০১৯ সালে আম্বানি পরিবারের গণেশ পুজোয় অভিনেত্রী নীলম উপাধ্যায়ের সঙ্গে প্রেমের কথা প্রকাশ্যে আনেন সিদ্ধার্থ চোপড়া। সিদ্ধার্থ ও নীলম গত বছর (২০২৪) বাগদান সেরেছিলেন। আর এবার তাঁরা গাঁটছড়া বাঁধতে প্রস্তুত।
প্রিয়াঙ্কার আসন্ন প্রোজেক্ট
কাজের ক্ষেত্রে প্রিয়াঙ্কাকে শীঘ্রই সিটাডেলের দ্বিতীয় মরসুমে দেখা যাবে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতেও তিনি মহেশ বাবুর বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে কয়েকদিন আগে তেলেঙ্গানার একটি মন্দিরে গিয়ে 'নতুন অধ্যায়' শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পিগি চপস।