১৩ মে দিল্লিতে ঘটা করে অনুষ্ঠিত হয়েছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বাগদান। দলীয় সাংসদ রাঘবের বাগদানে উপস্থিত ছিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু উপস্থিতিই নয়, হবু দম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন কেজরিওয়াল। এবার সেই শুভচ্ছাবার্তার পাল্টা প্রতিক্রিয়া জানালেন রাঘব ও পরিণীতি।
যাঁরা যাঁরা তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন, তাঁদের সকলকেই ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট করেছেন রাঘব ও পরিণীতি। পরিণীতি লিখেছেন, ‘রাঘব ও আমি গত কয়েক সপ্তাহে, বিশেষ করে আমাদের বাগদানে যে ভালবাসা এবং ইতিবাচক সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। আমরা দুজনেই ভিন্ন জগত থেকে এসেছি। এটা জেনে ভালো লাগছে যে আমাদের দুনিয়াও আমাদের মিলনের সঙ্গে একত্রিত হয়েছে। আমরা কল্পনাও করতে পারিনি যে এতবড় পরিবার পেয়েছি।’
পরিণীতি আরও লিখেছেন, ‘আমরা যে অভিনন্দন বার্তা পেয়েছি, সেগুলি পড়ে আমরা মুগ্ধ হয়েছি। তাই কোনও ধন্যবাদই যথেষ্ট নয়। আমরা এই যাত্রা শুরু করছি জেনে, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। সংবাদমাধ্যমের বন্ধুরাও আমাদের পাশে ছিলেন। সারাদিন আমাদের পাশে থাকার জন্য আমাদের আনন্দে খুশি হওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদান্তে প্রেম, পরিণীতি এবং রাঘব।’
আরও পড়ুন-সারা-ভিকির কখনও প্রেম, কখনও ঝগড়া চলছে! সবার সামনে ‘জারা হটকে জারা বাঁচকে’র ছবি
আরও পড়ুন-ছোটা রাজনের সাক্ষাৎকার নিতে গিয়েই বিপত্তি! সাংবাদিক খুনে গ্রেফতার আরও এক সাংবাদিক

পরিণীতির ধন্যবাদ
অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের শুভেচ্ছাবার্তার প্রতিক্রিয়া জানিয়েছেন রাঘব চাড্ডা। সঙ্গে শেয়ার করেছেন বাগদান অনুষ্ঠানের দুটি ছবি। যার একটিতে বাগদানের অনুষ্ঠানে রাঘবকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে কেজরিওয়ালকে। অপরটিতে বাগদান অনুষ্ঠানে রাঘব-পরিণীতির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে।
রাঘব ছবির সঙ্গে লেখেন, ‘স্যার, আপনি আপনার আশীর্বাদ দিয়ে আমাদের বিশেষ দিনটিকে আরও বেশি বিশেষ করে তুলেছেন। পরিণীতি এবং আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার এই ছোট্ট বন্ধুটি আজ জীবনের একটি নতুন ইনিংস শুরু করছে, আমি চাই আপনার আশীর্বাদ চিরকাল এভাবেই থাকুক।’
গত ১৩ মে পরিবার ও ঘনিষ্ঠ কিছু লোকজনের উপস্থিতিতে বাগদান সারেন পরিণীতি-রাঘব। ইতিমধ্যেই বাগদান অনুষ্ঠানের একাধিক ছবি সামনে এসেছে।