মেয়ে পরের ঘরে চলে যাবে ভাবলে মন কেমন তো করবেই। সে সাধারণ কারও বাবা হন বা কোনও তারকার। পরিণীতির বাগদানের অনুষ্ঠানে ঠিক একই ভাবে কাঁদতে দেখা গেল তাঁর বাবাকে। নায়িকা সযত্নে বাবার চোখ মুছিয়ে দেন এদিন।
পরিণীতি আর রাঘব চাড্ডার বাগদানের অনুষ্ঠান বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে, তবুও এখনও তাঁর বিভিন্ন আত্মীয়, বন্ধুরা এদিনের অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। ফলে উঠে আসছে নানা অদেখা মুহূর্ত। আর তেমনই এক মুহুর্ত নায়িকার ভাই শিবাং চোপড়া শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বাবা মায়েরা। পরিবার।' ভাইয়ের এই পোস্টে মজা করে কমেন্ট করেন খোদ পরিণীতি। তিনি লেখেন, 'এই ছবিগুলোতে একমাত্র সমস্যাজনক হলি তুই।' তিনিও ফের তাতে উত্তর দিয়ে বলেন, 'জানি আমি।'
শিবাং যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে যেমন কিছু সুন্দর ভালো মুহূর্ত আছে, তেমনই আছে কিছু ইমোশনাল মুহূর্ত। প্রথম ছবিতেই দেখা যায় ভাই বোন মিলে বাবার চোখের জল মুছিয়ে দিচ্ছে টিস্যু দিয়ে। পরের ছবিতে অভিনেত্রী তথা শিবাংয়ের মা, শিবাং এবং পরিবারের অন্যান্য লোকজন সকলে মিলে নাচ করছেন।
গত সপ্তাহান্তে শিবাং তাঁর জামাইবাবু রাঘব চাড্ডা এবং ভাই সহজ চোপড়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন 'দ্য বয়েজ।' অভিনেত্রী তাতে কমেন্ট করে লেখেন 'এই পৃথিবীর সেরা ছেলেরা।'
চলতি মাসেই রাঘব এবং পরিণীতির বাগদান হয়েছে। দিল্লির এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান, পি চিদম্বরম, মণীশ মালহোত্রা, মিকা সিং, প্রমুখ উপস্থিত ছিলেন। মিকা এদিন গান গেয়ে আসর জমিয়ে তুলেছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাঘব এবং পরিণীতি। জানা গিয়েছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই তাঁরা গাঁটছড়া বাঁধবেন। আর বিয়ের জায়গা হিসেবে ঠিক করেছেন সেই রাজস্থান। কিন্তু রাজস্থানের কোথায় সেটা এখনও ঠিক হয়নি। আপাতত হবু বর কনে নিজেদের বিয়ের ভেন্যু খুঁজতে ব্যস্ত।