১৩ মে আংটি বদল সারলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁদের সম্পর্ক নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে বিস্তর চর্চা চলছিল। তাঁদের মাঝে মধ্যেও ডিনার ডেট বা লাঞ্চ ডেটে যেতে দেখা গিয়েছে। বাদ যায়নি আইপিএল (IPL)। সেখানেও দুজনে একসঙ্গে খেলা দেখতে পৌঁছে যান। যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে এতদিন কিছুই বলেননি অভিনেত্রী।
তাঁদের প্যাস্টেল থিম রঙের এই বাগদানের অনুষ্ঠানে মুগ্ধ হয়েছেন সকলেই। বিশেষ করে অভিনেত্রী এবং রাঘবের বন্ডিং দেখে। তাঁদের বিয়ের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। কোথাও পরিণীতিকে তাঁর বেটার হাফের জন্য ‘ভে মাহি’ (Ve Mahi) গানটি গাইতে দেখা যায়, কোথাও আবার তাঁকে আত্মীয়দের সঙ্গে মশকরা করতেও শোনা যায়।
সম্প্রতি অভিনেত্রীর বাগদানের একটি অনুষ্ঠানের ভিডিয়ো ভীষণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে অনেকেই অভিনেত্রীর সঙ্গে মিল পেয়েছেন এতে। সাধারণ সমস্ত মেয়েকে একটা না একটা সময়ের পর শুনতেই হয় কখন বিয়ে করছিস? কিন্তু সেই প্রশ্ন কি কোনও তারকা শোনেন? এই উত্তরটা নিজেই পরিণীতি দিলেন।
ভাইরাল হওয়া ভিডিয়োতে শোনা যায় নায়িকা বলছেন, 'বহু বছর ধরে আমায় এক কথা বলা হয়েই চলেছে যে 'তুই কবে বিয়ে করবি? একটা ছেলে তো খোঁজ!' এবার ঠিক আছে?' তিনি তখন রাঘবকে দেখিয়ে পরিবার এবং আত্মীয়দের জিজ্ঞেস করেন। বাগদত্তার কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে যান রাঘব।
পরিণীতি যখন তাঁর পরিবারকে এমন দুষ্টু মিষ্টি প্রশ্নের সামনে দাঁড় করায় তখন রাঘবের পরিবার তাঁর জন্য বিশাল জোর চিৎকার করে ওঠে। এরপর তাঁদের মিকা সিংয়ের (Mika Singh) গাওয়া মেরে লং গাওয়াচা (Mere Laung Gawacha) গানে নাচ করতে দেখা যায়।
সম্প্রতি এই নতুন তারকা জুটি সকলকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। শোনা যাচ্ছে আগামী অক্টোবর মাসে হয়তো তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।