বাংলা নিউজ > বায়োস্কোপ > Parineeti Chopra: চমকিলার শ্যুটিং শেষে আবেগঘন পরিণীতি, ইমতিয়াজকে ভরালেন প্রশংসায়

Parineeti Chopra: চমকিলার শ্যুটিং শেষে আবেগঘন পরিণীতি, ইমতিয়াজকে ভরালেন প্রশংসায়

চমকিলার শ্যুটিং শেষেই ইমতিয়াজের প্রশংসায় ভাসলেন পরিণীতি

Parineeti Chopra: ইমতিয়াজ আলিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করলেন পরিণীতি। জানালেন চমকিলার শ্যুটিং শেষ হয়ে গিয়েছে তাঁর।

ইমতিয়াজ আলি পরিচালিত ছবি চমকিলাতে দেখা যেতে চলেছে পরিণীতি চোপড়াকে। তাঁর সঙ্গে থাকবেন দিলজিৎ দোসাঁঝ। বলিউড এখন নতুন একটি জুটি পেতে চলেছে। এই ছবিটি আদতে অমর সিং চমকিলা এবং তাঁর স্ত্রী অমরজ্যোতের জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এঁরা কারা মনে করতে পারছেন না? তাহলে অতীতের কথা মনে করিয়ে বলি, ১৯৮৮ সালের ৮ মার্চ মাসে এঁদের উপর হামলা চালানো হয়। ওঁদের দুজন ব্যান্ড মেম্বারের সঙ্গে ওঁরাও প্রাণ হারান। তবে কারা এই হামলা চালিয়ে ছিলেন, কেন চালিয়ে ছিলেন সেটা আজও রহস্য রয়ে গিয়েছে। প্রকাশ্যে আসেনি কোনও কারণ।

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দিলজিৎ দোসাঁঝ এবং পরিণীতি চোপড়া। অর্থাৎ অমরজ্যোতের চরিত্রে থাকবেন পরিণীতি এবং অমর সিংয়ের চরিত্রে থাকবেন দিলজিৎ। পাঞ্জাবে এই ছবির শ্যুটিং চলছিল। এবং সদ্যই সেটার শ্যুটিং শেষ হয়েছে। পরিণীতি ইমতিয়াজ আলির সঙ্গে এবং এই ছবির বেশ কিছু বিহাইন্ড দ্য সিন দৃশ্য শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, 'সেরা মানুষ, সেরা পরিচালক। ইমতিয়াজ স্যার ধন্যবাদ আমায় আপনার অমরজ্যোত বানানোর জন্য। দিলজিৎ আমার সব থেকে ভালো বন্ধু, আমি তোমায় ভালোবাসি। কিন্তু এবার আমি কার সঙ্গে গান গাইব? অনেক ধন্যবাদ আমার চমকিলা ক্রিউ। তোমরা সেরা। এই ছবি আমার কাছে মেডিটেশনের কাজ করল।'

পরিণীতি যে ছবি শেয়ার করেছিলেন সেখানে তাঁকে এবং ইমতিয়াজ আলি দুজনকেই কালো রঙের পোশাক পরে থাকতে দেখা যায়। আদতে পরিণীতির প্যান্টের সঙ্গে তাঁর পরিচালকের শার্ট ম্যাচ করে গিয়েছে। এছাড়া অভিনেত্রীকে চণ্ডীগড়ের গোল্ডেন টেম্পলে যেতে দেখা যায়। তিনি জানান এই ছবিটি কীভাবে তাঁর গোটা জীবনটাই পাল্টে দিয়েছে। দিলজিৎও সোশ্যাল মিডিয়ায় তাঁর সহ অভিনেতার প্রশংসা করে একটি পোস্ট লেখেন। তিনি লেখেন, 'পরিণীতি এই ছবিতে দারুণ কাজ করেছে।'

বন্ধ করুন