বলি থেকে টলি, সর্বত্রই এখন সম্পর্ক ভাঙার গুঞ্জন। এসবের মাঝেই এবার সন্দেহজনক কথাবার্তা শোনা গেল নব-বিবাহিতা পরিণীতি চোপড়ার মুখে। শেষবার পরিণীতিকে দেখা গিয়েছিল 'চমকিলা' ছবিতে। তবে কাজের থেকে এখন বেশি নিজের সংসার গুছোতে ব্যস্ত ছিলেন পরিণীতি চোপড়া। গতবছরই আপ সংসাদ রাঘব চাড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। তবে হঠাৎই কেন বিষাক্ত মানুষদের ছুড়ে ফেলার কথা বলছেন পরিণীতি?
বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো পোস্ট করেছেন পরিণীতি চোপড়া। যে ভিডিয়োতে হাতের উপর থুতনি রেখে উদাস হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে 'পরী'কে। ভিডিয়োটি পোস্ট করে লম্বা পোস্টে পরিণীতি লিখেছেন, ‘এই মাসে, আমি কিছু সময় বিরতি নিয়েছিলাম, যা কিনা নিজের জীবনের প্রতি আমার চিন্তাভাবনাই বদলে দিল। এটা আমায় বোঝাল যে... জীবনে গুরুত্বহীন জিনিস (বা মানুষ) কে গুরুত্ব দিও না। এক সেকেন্ডও নষ্ট কোরো না। জীবন একটা টিকটিক ঘড়ি। জীবনের প্রতিটি মুহূর্ত নিজের পছন্দে বাঁচো... অন্যের জন্য বেঁচে থাকা বন্ধ করো! নিজের মতো লোকজন খুঁজে বের করো। আর জীবন থেকে বিষাক্ত লোকদের ছেঁটে ফেলতে ভয় পেও না। গোটা বিশ্ব কী ভাবছে, লোকজন কী ভাবছে, এটা ভাবা বন্ধু করো। পরিস্থিতিতে অনুযায়ী নিজের প্রতিক্রিয়া বদলে ফেলো। জীবন ছোট। এটা আজ যেমন, সেভাবেই বাঁচতে শেখো।’
এদিকে পরিণীতির এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়েছে। অনেকেরই উৎসুক প্রশ্ন তবে কি স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতির সম্পর্কে কোনও সমস্যা তৈরি হয়েছে? একজন প্রশ্ন করেছেন, ‘এই পোস্টটি কি বিশেষ কারোর জন্য?’ অন্য একজন লিখেছেন, ‘খুবই ঠিক কথা বলেছেন। আমরা সবাই একই পরিস্থিতির সম্মুখীন। বিষাক্ত লোকদের জন্য আমাদের একটা মুহূর্তও নষ্ট করা উচিত নয়। জীবনে সুখী হওয়ার চেষ্টা করা উচিত, এবং সাহসী হন।’ কেউ আবার উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘আমি আশা করি আপনি ঠিক আছেন। আমরা সবসময় আপনার পাশে আছি।’
তবে ঠিক কী কারণে, কোন ক্ষোভ থেকে পরিণীতি এধরনের পোস্ট করেছেন, তা ঠিক স্পষ্ট নয়। অভিনেত্রীর এই পোস্ট রাঘব চাড্ডাকে নিয়ে কিনা, সেটাও স্পষ্ট নয়। যদিও কিছুদিন আগেই রাঘব চাড্ডার ছবি পোস্ট করে পরিণীতি লিখেছেন, 'তোমার মতো কেউ হয় না'। তবে জীবনের চলার পথে কখন যে কী ঘটে যায়, তা বোঝা সত্যিই বড়ই দায়!