OTT প্ল্যাটফর্মে দর্শকদের তুমুল প্রশংসা কুড়িয়েছে ‘সন্দীপ ঔর পিঙ্কি ফারার’। প্রশংসিত হয়েছে পরিণীতি চোপড়া ও অর্জুন কাপুরের অভিনয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ ওয়ালিয়া, ওরফে স্যান্ডির চরিত্রে অভিনয় করা পরিণীতি জানিয়েছেন শ্যুটিংয়ের সময় তাঁর ও পরিচালক দিবাকর মুখোপাধ্যায়ের মধ্যে ‘স্যান্ডি’র চরিত্র নিয়ে বেশ তর্ক হত। যদিও তা পুরোটাই ইতিবাচক ও ‘সৃজনশীল’। দু'জনেই চাইতেন যাতে চরিত্রটা দর্শকদের কাছে গ্রহণযোগ্য় হয়ে ওঠে। তাই মত বনিময় একেক সময় তর্ক-বিতর্কের আকার নিত।
হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছেন, ‘‘আমাদের মধ্যে সেটে মূলত এই ধরনের কথা হত, ‘না স্যান্ডি এরকম করবে’, যার উত্তরে আমি বলতাম, ‘আমার কিন্তু মনে হয় না স্যান্ডি আদৌ এরকমটা করতে পারে’ বা ‘স্যান্ডি তো এরকম না ওরকমও করতে পারে’। আসলে আমরা দু'জনেই চাইতাম স্যান্ডির চরিত্রটা দর্শকের কাছে খিব ভালোভাবে পৌঁছাক।’’
কখনও কখনও এই আলোচনাই তর্কের আকার নিত বলে জানিয়েছেন অভিনেত্রী। পরিণীতির কথায়, ‘তর্ক চরমে পৌঁছত যখন একজন আরেকজনকে ভুল প্রমাণ করে দিত। আসলে এখানে মূল তর্ক ছিল স্যান্ডির চরিত্রকে কে ভালো করে চেনে, আমি না লেখক ও পরিচালক দিবাকর। তবে আমরা কখনও এটা নিয়ে রাগ করতাম না। ছবি যাতে আরও ভালো হয় সেটাই তো আমাদের উদ্দেশ্য থাকত!’
১৯ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছিল দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘সন্দীপ ঔর পিঙ্কি ফারার’। কিন্তু বাধ সাধে করোনা। হলে সেরকমভাবে দর্শক আসেননি ছবি দেখতে। এরপর আমাজন প্রাইমে মুক্তি পায় ছবি। দর্শকদের মন জয় করে নেয় এই ডার্ক কমেডি।