বাংলা নিউজ > বায়োস্কোপ > Parineeti Chopra-Raghav Chadha Engagement: পরিণীতির বাড়ি আলোয় আলো, রাঘবের সঙ্গে বাগদানের প্রস্তুতিই চলছে জোর কদমে!

Parineeti Chopra-Raghav Chadha Engagement: পরিণীতির বাড়ি আলোয় আলো, রাঘবের সঙ্গে বাগদানের প্রস্তুতিই চলছে জোর কদমে!

১৩ মে রাঘব-পরিণীতির বাগদান। 

১৩ মে আংটি বদল হওয়ার কথা পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডার। তাঁর আগে সেজে উঠেছে অভিনেত্রীর মুম্বইয়ের বাড়ি। দেখুন ছবিতে। 

অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার বাগদানের দিন প্রায় এসেই গেল। যদিও দুজনে এখনও এই নিয়ে মুখ খোলেননি মিডিয়ায়। তবে চোখে পড়ছে প্রস্তুতি। মুম্বইতে অভিনেত্রীর বাড়ির ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পৌঁছেছে। যা সেজে উঠেছে আসন্ন উৎসবের জন্য।

পরিণীতি বা তার পরিবারের সদস্যদের দেখা না মিললেও তার বাড়ি এখন আলোয় আলো। খবর বলছে, আংটি বদল সারবেন তাঁরা ১৩ মে দিল্লির কাপুরথালা হাউস, কনট প্লেসে। দুই পরিবারের খুব কাছের বন্ধু আর আত্মীয়রাই থাকবেন সেখানে। সঙ্গে হাই প্রোফাইল এই অনুষ্ঠানে থাকবে কড়া নিরাপত্তার ব্যবস্থাও। আরও পড়ুন: KKR-কে সমর্থন করতে ইডেনে হাজির জ্যাকলিন, ভক্তদের আবদার মেনে তুললেন সেলফি

জানা যাচ্ছে, পরিণীতি এবং রাঘব তাদের বাগদানেও করবেন পোশাকে রং মিলান্তি। রাঘব তাঁর মামা, ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার ডিজাইন করা একটি আচকান বেছে নিয়েছেন। আর ইশাকজাদে অভিনেত্রী মনীশ মালহোত্রার তৈরি লেহেঙ্গা বেছেছেন। পোশাকের মাপ দিতে বেশ কয়েকবার তিনি মণীশের বাড়িতেও গিয়েছিলেন। যা রাঘবের সঙ্গে তাঁর বিয়ের গুজবকে আরও ছড়িয়ে দিয়েছিল। আরও পড়ুন: সলমনের শো-র ৩ লাখের টিকিটে পাবেন অফুরান খাবার আর মদ! ৬৯৯ টাকায় বসতে হবে মাটিতে

মঙ্গলবার, পরিণীতি এবং রাঘবকে একসঙ্গে দিল্লি বিমানবন্দর থেকে বের হতে দেখা গিয়েছিল যখন পাপারাজ্জিরা তাদের বিয়ের বিষয়ে ফের প্রশ্ন করেন। লজ্জায় একেবারে লাল হতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার বোনকে। আর ফোটোগ্রাফাররা যখন রাঘবকে প্রশ্ন করেন তাঁরা বিয়েতে আমন্ত্রণ পাবেন কি না, হেসে চলে যান রাজনীতিবিদ। এর আগে রাঘব একবার বলেছিলেন, ‘পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন।’

রাঘব চাড্ডা ও পরিণীতির সম্পর্ক নাকি কলেজে পড়ার সময় থেকেই। তাঁরা লন্ডনে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে তখন ছিল বন্ধুত্ব, পরে সেটাই অন্য রূপ নেয়। শোনা যাচ্ছে, এখন বাগদান হলেও বিয়ে হবে অক্টোবরে। বিদেশ নয়, বরং দেশেই হবে শুভানুষ্ঠান। খুব সম্ভবত রাজস্থানই থাকবে ভেন্যু। শোনা যাচ্ছে তুতো বোনের বিয়েতে যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও। কারণ, জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতে থাকবেন তুতো দিদি প্রিয়াঙ্কা তখন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন