এ যেন কোনও রূপকথার গল্পের মতো। শনিবার দীর্ঘ দিনের প্রেমিক তথা আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে আংটি বদল সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বাগদানের পরই অনুষ্ঠানের অন্দরের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
১৩ মে দিল্লিতে রাঘবের বাসভবন দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে বসেছিল তাঁদের বাগদানের আসর। আমন্ত্রিতদের তালিকায় বলিউড থেকে রাজনৈতিক জগতের তাবড় ব্যক্তিত্বরা। হাজির ছিলেন কেন্দ্রীয় স্তরের রাজনীতিবিদরাও। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরিয়েছেন পরিণীতি-রাঘব।
হবু দম্পতির বাগদান অনুষ্ঠান থেকে এবার নতুন ভিডিয়ো সামনে এসেছে। আংটি বদলের পর কেক কেটে, একে অপরকে কেক খাইয়ে উদযাপন করেছেন। এরপরই হবু দম্পতিকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। অন্দরের সুন্দর ডেকরেশনের ঝলক উঠে এসেছে ভিডিয়োতে। পরিণীতির ঠোঁটে রাঘব ঠোঁট রাখতেই ভিডিয়ো শেষ হয়। অনুরাগীরা এই ভিডিয়ো দেখে মুগ্ধ। দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: পরিণীতি-রাঘবের বাগদানে ‘ও মিঠি মিঠি বোল’, গানের ফাঁকে হেবি মজায় অন্য একজন
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সকাল তিনি হাজির হন দিল্লিতে। অনুষ্ঠানের অন্দরের একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন দেশি গার্ল। এ দিন হবু দম্পতি সেজেছিলেন সাদা রঙের পোশাকে। রাঘব পড়েছিলেন হলুদ কুর্তা, ক্রিম পায়জামা এবং একটি জ্যাকেট, যেটি তৈরি করেছিলেন তাঁর কাকা, ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। আর পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মণীশ মালহোত্রার ওপর। যাতে ছিল মুক্তোর কাজ।
নাচ, গান মিলিয়ে গোটা অনুষ্ঠানটি হয়েছে পাঞ্জাবি স্টাইলে। অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের তাবড় ব্যক্তিত্বও। ছিলেন আদিত্য ঠাকরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পি চিদম্বরমরা।
এ দিন রাতেই আংটি বদলের পর রাঘবের সঙ্গে তিনটি ছবি শেয়ার করেন নেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। লেখেন, ‘আমি যা কিছু চেয়েছি… আমি হ্যাঁ বলেছি।’ এর সঙ্গে আংটির একটি ইমোটিকনও তিনি পোস্ট করেছেন। অন্যদিকে, বাগদান অনুষ্ঠানের চারটি ছবি টুইটারে পোস্ট করেন রাঘব। ক্যাপশনে লেখেন, ‘সেই সবকিছু, যার জন্য আমি প্রার্থনা করেছিলাম… ও হ্যাঁ বলেছিল।’ সঙ্গে একটি আংটির ইমোজি। সেই পোস্ট করার পর থেকেই নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন আপ নেতা এবং বলি অভিনেত্রী।
উল্লেখ্য, লন্ডন স্কুল অব ইকোনমিক্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন রাঘব-পরিণীতি। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। অবশেষে মনের মানুষের হদিশ মিলেছে নায়িকার।