৯ ডিসেম্বর রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বহু বলিউড তারকারা তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছে। ভিকির ভাই সানি কৌশল নতুন বৌদিকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে, ‘পরজায়ি জি’ (বৌদি) বলে সম্বোধন করেছেন।
ভিকি ও ক্যাটরিনার সাত পাকে ঘোরার একটি ছবি পোস্ট করে নতুন বৌদি ক্যাটরিনাকে পরিবারে মিষ্টি স্বাগত জানিয়েছেন সানি। ক্যাপশনে লিখেছেন, 'আজ মনে আরও একজনের জায়গা তৈরি হয়ে গেল...পরিবারে স্বাগত পরজায়ি জী। দুজনকে অনেক ভালবাসা এবং সারাজীবন একসঙ্গে ভালোবাসায় থাকো’।
সানির পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক টিনসেল টাউনের তারকা। অভিনেতা করণ সিং ছাবড়া লিখেছেন, ‘পরজায়ি জী শুনে খুব ভালো লাগল। দুই পরিবারকে অনেক শুভেচ্ছা’। অভিনেত্রী মৌনি রায়, পরিচালক শ্লোক শর্মা এবং কাস্টিং ডিরেক্টর শানু শর্মা মন্তব্য বিভাগে হার্ট ইমোজি দিয়েছেন।
দিদির বিয়ের পরই আবেগপ্রবণ পোস্ট ভেসে উঠল বোন ইসাবেলা কাইফের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। ভিকির উদ্দেশ্যে এক মিষ্টি পোস্ট করেন শ্যলিকা ইসাবেলা। লেখেন, ‘কালকে একজন ভাইকে পেলাম! আমাদের দারুণ পরিবারে তোমায় স্বাগত! আমরা তোমাকে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করি! সারাবিশ্বের প্রেম এবং সুখ কামনা করছি দুজনের জন্য। চিরকাল ভালো থাকো।’
বৃহস্পতিবার মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গোধূলিবেলায় চারহাত এক হয় ভিকি-ক্যাটরিনার। নিজেদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তারকা জুটির বিয়ের সব ফোটো আপাতত টক অফ দ্য টাউন।