'ইন্ডিয়াস গট ট্য়ালেন্ট'এ রণবীর আলাহাবাদিয়া বিতর্কিত মন্তব্য নিয়ে চলছে হুলুস্থল কাণ্ড। এবার রণবীর আলাহাবাদিয়া, কমেডিয়ান সময় রায়না এবং অন্যান্য শিল্পীদের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে FIR দায়ের করল মহারাষ্ট্রের সাইবার ডিপার্টমেন্ট। এদিকে রণবীরের বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে অসম পুলিশও মামলা দায়ের করেছে ।
এখানেই শেষ নয়, রণবীরের অশালীন মন্তব্যের আঁচ গিয়ে পৌঁছেছে সংসদেও। জানা যাচ্ছে, বেশ কয়েকজন সাংসদও রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আর তাঁদের সেই অভিযোগের ভিত্তিতেই সংসদীয় প্যানেল গঠন করা হয়েছে। সেখানেও রণবীরের এই মন্তব্যের বিষয়টি উত্থাপন করা হবে বলে খবর। শোনা যাচ্ছে, সংসদ থেকে রণবীরকে সমন পাঠানো হতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে।
রণবীর আলাহাবাদিয়া বিতর্ক
এক পুলিশ আধিকারিককে সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছে, ''ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'এর প্রথম পর্ব থেকে এখনও পর্যন্ত শোয়ে অংশ নেওয়া প্রায় ৩০ জন অতিথিকেও সমন পাঠাচ্ছে মহারাষ্ট্রের সাইবার বিভাগ। এই শোতে রণবীর আলাহাবাদিয়া অপ্রীতিকর মন্তব্যের জেরে সাইবার সেলের তরফে এই FIR দায়ের হয়।
তদন্তকারী পুলিশ আধিকারিক জানাচ্ছেন, সাইবার বিভাগ আইটি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করেছে। কমেডি শোয়ের সমস্ত পর্ব (মোট ১৮টি - সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে। তদন্তে নেমে সাইবার বিভাগ জানতে পেরেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং অতিথি-সহ সংশ্লিষ্ট অন্যান্যদের ওই অনুষ্ঠানে 'অশ্লীল' ভাষা ব্যবহার করতে দেখা গিয়েছে। আর তাই শোয়ের বিচারক ও অতিথি সহ এমন ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে আলাহাবাদিয়া এই মন্তব্যের পর মুম্বইয়ে তাঁর এবং শোয়ের সঙ্গে যুক্ত অন্যান্য জনপ্রিয় ব্যক্তিত্ব অপূর্ব মুখিজা, সময় রায়নার বিরুদ্ধেও 'আপত্তিকর ভাষা' ব্যবহারের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। কনটেন্ট ক্রিয়েটর আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং, মুখিজা এবং রণবীর আলাহাবাদিয়া, সময় রায়নার শোয়ের একটি পর্বে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-'পত্রলেখা রান্না করতে ভালোবাসে, আর বাড়িতে আমি বাসন মাজি', বলছেন রাজকুমার
জাতীয় মহিলা কমিশন
এদিকে জাতীয় মহিলা কমিশনও ''ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'' নিয়ে করা অবমাননাকর মন্তব্য নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। এবং ১৭ ফেব্রুয়ারি তাদের তলব করেছে। মহিলা কমিশন রণবীর আলাহাবাদিয়া সময় রায়না, অপূর্ব মাখিজা, জসপ্রীত সিং এবং আশিস চঞ্চলানির পাশাপাশি শোয়ের প্রযোজক তুষার পূজারি এবং সৌরভ বোথরার অশ্লীল ও আপত্তিকর মন্তব্যকে গুরুত্ব সহকারে নিয়েছে।
‘এমন মন্তব্য, যা ব্যাপক জনরোষের জন্ম দিয়েছে, প্রতিটি ব্যক্তির মর্যাদা এবং সম্মানকে লঙ্ঘন করেছে, বিশেষত এমন একটি সমাজ যেখানে সমতা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে। এই উদ্বেগের আলোকে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নির্দেশে, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট-এ কনটেন্ট নির্মাতাদের বিতর্কিত মন্তব্য নিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।’
মহিলা সংগঠনের তরফে তাঁদের সশরীরে কমিশনের হাজিরা দিতে বলা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় নয়াদিল্লিতে জাতীয় মহিলা কমিশনের কার্যালয়ে এই শুনানি হবে।
বিতর্কিত মন্তব্য ব্লক করল ইউটিউব
মঙ্গলবার মুম্বই পুলিশ রণবীর আলাহাবাদিয়া বাড়িতে পৌঁছনোর আগেই ইউটিউবের তরফে ইন্ডিয়াস গট ল্যাটেন্টের পর্বগুলি সরিয়ে নেওয়া হয়।
যদিও ইতিমধ্যেই রণবীর আলাহাবাদিয়া একটি ভিডিও বার্তায় গোটা পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এবং বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করেছেন।