চলতি বছরের দোলেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে...' আসছে। ছবিতে কারা কারা থাকছেন তাও জানানো হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। মূলত গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য ও নানা সময়ের সমাবর্তন এই ছবির পটভূমি। তাই ছবির গৌরাঙ্গকে হবেন তা শুরুতেই চূড়ান্ত করেছিলেন পরিচালক। জানানো হয়েছিল দিব্যজ্যোতি দত্তকে দেখা যাবে এই ভূমিকায়। ছবিতে যে তিনটি সময়কাল ফুটে উঠবে তাঁর মধ্যে একটি টাইমলাইনে উঠে আসবে নটী বনোদিনীর গল্প।
নটী বিনোদিনী মঞ্চে শ্রীচৈতন্য লীলা করতেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবও সেই শ্রীচৈতন্য লীলা দেখতে এসেছিলেন। এছাড়াও বিনোদিনীর জীবনে রামকৃষ্ণদেবের একটি বড় ভূমিকা রয়েছে। তাই খুব স্বাভাবিক ভাবেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে সৃজিতের ছবিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভূমিকায় কাকে দেখা যাবে? কেমনই হবে সেই লুক?
আরও পড়ুন: ড্রাইভ করার সময় গান শুনতে শুনতে সামনের গাড়িতে সজোরে ধাক্কা দেন ইমন! তারপর...
অবশেষে চমক দিয়ে দর্শকদের সামনে এল সৃজিত মুখোপাধ্যায়ের ছবির শ্রী রামকৃষ্ণ দেবের প্রথম লুক। কালো পাড় সাদা ধুতি সঙ্গে কালো কোর্ট, মাঝ বরাবর সিঁথা কাটা কাঁচা পাকা চুল ও গাল ভর্তি দাড়ি গোফে অভিনেতাকে চেনা বেশ কষ্টকর। চৈতন্যরূপী শুভশ্রীর সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন তিনি। কিন্তু ছবি দেখে কি চেনা যাচ্ছে তিনি কে? তিনি হলেন পার্থ ভৌমিক।
এর আগেও তাঁকে একাধিক ছবি ও সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে। রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' থেকে যশ-নুসরতের 'আড়ি'। নানা ছবিতে নানা ভূমিকায় নজর কেড়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল নেতা রাজনীতির কাজও সামলাচ্ছেন সমান তালে। তিনি তাঁর প্রথম লুকের ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘রামকৃষ্ণের সঙ্গে বিনোদিনী।’ তাঁর এই শ্রী রামকৃষ্ণ লুকের ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ‘অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে…’, মেজো অরিজিতার জন্মদিনে আদুরে পোস্ট তনুশ্রীর
প্রসঙ্গত, 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিটির প্রযোজনায় যৌথ ভাবে করেছেন রানা সরকার এবং এসভিএফ। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। সেই মতোই চলছে ছবির কাজ। কলকাতায় শ্যুটিং হচ্ছে, রথযাত্রার সময়ে পুরীতে শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।